যেমন ত্বক, তেমন টানটান চেহারা দিশা! কী খান, কী মাখেন নায়িকা

  • অভিনেত্রী দিশা পটানির সৌন্দর্যে ঘায়েল অনেকেই। শুধু সৌন্দর্যই নয়
  • তাঁর ফিটনেস নিয়েও কোনও সন্দেহ নেই
  • প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্টান্টের ছবি পোস্ট করেন দিশা
  • সম্প্রতি  ভারত ছবিতে সার্কাসের প্রেক্ষাপটেও তাঁকে নাচতে দেখা গিয়েছে

swaralipi dasgupta | Published : Jun 11, 2019 12:20 PM IST

অভিনেত্রী দিশা পটানির সৌন্দর্যে ঘায়েল অনেকেই। শুধু সৌন্দর্যই নয়। তাঁর ফিটনেস নিয়েও কোনও সন্দেহ নেই। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্টান্টের ছবি পোস্ট করেন দিশা। সম্প্রতি  ভারত ছবিতে সার্কাসের প্রেক্ষাপটেও তাঁকে নাচতে দেখা গিয়েছে। মুগ্ধ হয়েছে দর্শকরা। আর তাই দিশার মতো উজ্জ্বল ত্বক ও ফিটনেস পেতে চান অনেকেই। 

জেনে নেওয়া যাক নিজেরে সৌন্দর্যের জন্য ঠিক কী কী করেন দিশা- 

১) একটি বিউটি ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে, দিশা ঘুমোতে যাওয়ার আগে রোজ ভাল করে মুখের মেক আপ তুলে, পরিষ্কার করেন। তার পরে সারা মুখে ভাল করে গোলাপ জল মাখেন। এর ফলে সারা রাত ত্বক হাইড্রেটেড থাকে। 

২) চুলের জন্য দিশা নিয়মিত আমন্ড অয়েল ব্যবহার করেন। তবে কারও যদি স্ক্য়াল্প অতিরিক্ত অয়েলি হয়, সেক্ষেত্রে রোজ ব্যবহার করবেন না। তবে যাঁদের চুল অতিরিক্ত ড্রাই তাঁরা সিরাম হিসেবেও ব্যবহার করতে পারেন। হেয়ার স্ট্রেট করার পরে বা কার্ল করার পরেও  ব্যবহার করতে পারেন। 

৩) দিশার এই সৌন্দর্যের পিছনে অবশ্যই জলের বড় ভূমিকা রয়েছে। দিশা রোজ বেশি করে জল খান। কারণ বেশি করে জল খেলেই শরীর থেকে অতিরিক্ত টক্সিন বেরিয়ে যায়। 

৪) সৌন্দর্যের জন্য ভিতর থেকে সুস্থ থাকা দরকার। তাই ডায়েটে বেশি পরিমাণে ফল রাখেন দিশা। অ্যান্টি অক্সিড্যান্ট যুক্ত ফল বেশি করে খান। আপেল, আনারস ও কমলা লেবুর সরবৎ করে খান। 

৫) ত্বককে টানটান রাখতে দুবেলা ময়েশ্চরাইজার ব্যবহার করেন দিশা পটানি। 

৬) তবে এখানেই শেষ নয়। ত্বককে সুন্দর রাখতে অনেক কাঠখড় পোড়াতে হয় দিশাকে। নিয়মিত যোগব্যায়াম ও ওয়ার্কআউট করেন দিশা পটানি। 
 

Share this article
click me!