চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলতে চান! ব্যবহার করুন জবা ফুল

জবা ফুলের গুণেই ফেরান চুলের বৃদ্ধি

চুলের সমস্যার সমাধানে ব্যবহার করুন জবা

চুল বৃদ্ধিতে চটজলদি সাহায্য করবে

চুল পড়ার সমস্যা কমবে

Jayita Chandra | Published : Aug 24, 2019 11:56 AM IST

চুলের সৌন্দর্য নিয়ে মাথা ব্যাথা অনেকেরই। সামনেই পুজো। ফলে কোনও কসমেটিক্স বা ডাক্তারের কাছে গিয়ে নয়, ঘরোয়া উপায় চুল সুন্দর করে তুলুন। ব্যবহার করুন জবা ফুল। জবা ফুলের গুণে চুলের হাজার একটা সমস্যার সমাধান রয়েছে লুকিয়ে। বাড়িতে পুঁতে ফেলুন জবা গাছ। ফুলের পাপরি থেকে পাতা কাজে লাগবে সবই।

আরও পড়ুনঃ চুল ভালো রাখতে ব্যবহার করুন বিয়ার, জানুন এর উপকারিতা

জেনে নিন কী কী উপায় জবা আপনার চুলকে সুন্দর করে তুলবেঃ
১) চুলের বৃদ্ধিতে সাহায্য করে জবা ফুল। চুল বাড়িয়ে তোলার জন্য মাথায় সপ্তাহে তিনদিন জবা ফুল ঘষে লাগিয়ে নিন।
২) চুল মজবুত করতে ব্যবহার করুন জবা ফুল। এতে অ্যামিনো অ্যাসিড থাকে। এতে চুলের শিকড় মজবুত হয়। 
৩) খুশকির সমস্যা দূর করতে ব্যাবহার করুন জবা ফুল। জবা ফুলের রস করে তা শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে মাথায় লাগিয়ে ফেলুন। 
৪) স্ক্যাল্প ভালো রাখতে সাহায্য করে জবা ফুল। একটি ফুল নিয়ে স্ক্যাল্পে ঘষে নিন। এতে চুল ভালোও হয়ে, এবং বজায় থাকবে এর রং-ও।
৫) বাজারের কেমিক্যাল যুক্ত শ্যাম্প ব্যবহার না করে জবা ফুলের রস দিয়েই বানিয়ে নিন ঘরোয়া শ্যাম্পু। তা দিয়ে চুলও ধুয়ে ফেলুন। 

Share this article
click me!