মাইগ্রেন থেকে গাঁটের ব্যথা, ম্যাজিকের মতো কাজ করে জোয়ান

Published : Jan 08, 2020, 11:10 AM IST
মাইগ্রেন থেকে গাঁটের ব্যথা, ম্যাজিকের মতো কাজ করে জোয়ান

সংক্ষিপ্ত

মাইগ্রেনের সমস্যায় জোয়ান খুব কার্যকরী বারবার হেচকি উঠলে জোয়ান খেলে  উপকার পাওয়া যায় হার্টের সমস্যা থাকলে গরম জলে সেদ্ধ করে রোজ খালি পেটে খান রসুন এবং তিলের তেল এর সঙ্গে জোয়ান মিশিয়ে তার রস কানে দিলে কানের ব্যথা কমে যাবে

জোয়ান খেতে আমরা কে না ভালবাসি। প্রত্যেকের বাড়িতেই কমবেশি জোয়ান থাকে। পেটের সমস্যা থেকে হজমের সমস্যা একটু জোয়ান খেলে সমস্যা থেকে মুক্তি। টোটকা হিসেবে সকলেই আমরা জোয়ানের কথা জানি। কিন্তু এগুলি ছাড়াও জোয়ানের বেশ কিছু কার্যকারিতা রয়েছে, যা অনেকেরই অজানা। জোয়ান খেলে কী কী উপকার পাবেন জেনে নিন এখনই।

আরও পড়ুন-শিশুর বুদ্ধির বিকাশ ঘটে মায়ের জিন থেকে, জানুন বিস্তারিত...

মাইগ্রেনের সমস্যায় জোয়ান খুব কার্যকরী।  জোয়ান বেটে ব্যাথা জায়গায় অর্থাৎ কপালে লাগালে মাইগ্রেনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া জোয়ান গুঁড়ো করে কিছুক্ষণ অন্তর অন্তর ব্যথা জায়গায় লাগালে উপকার পাওয়া যায়।

বারবার হেচকি উঠলে জোয়ান খেলে  উপকার পাওয়া যায়।

হার্টের সমস্যা থাকলে গরম জলে সেদ্ধ করে রোজ খালি পেটে খান।

আরও পড়ুন-নতুন বছরে ফের নয়া রেকর্ড গড়ল সোনা, চিন্তার ভাঁজ মধ্যবিত্তের কপালে...

তেঁতুল, ঘি, মধু, ও দুধের সঙ্গে জোয়ান মিশিয়ে খেলে যৌনতায় সুস্থ জীবন পাওয়া যায়।

রসুন এবং তিলের তেল এর সঙ্গে জোয়ান মিশিয়ে তার রস কানে দিলে কানের ব্যথা কমে যাবে।

শীতকালে বাতের ব্যথা গাঁটের ব্যথার সমস্যায় কমবেশি অনেকেই ভুগে থাকেন।  সেই ব্যথা জায়গায় জোয়ান বেটে তার পেস্ট ব্যথা জায়গায় লাগালে অনেক আরাম পাবেন। অথবা গরম জলের মধ্যে জোয়ান  মিশিয়ে তাতে একটা কাপড় ভেজান। সেই ভেজা কাপড় ব্যথা জায়গায় লাগান আরাম পাবেন।

সর্দি, কাশি, হাঁপানির সমস্যা হলে গুঁড়ের মধ্যে জোয়ান গুঁড়ো মিশিয়ে তা খান।  

একটি পরিষ্কার কাপড়ের মধ্যে জোয়ান ভরে তা গরম তাওয়ার উপরে রেখে গরম করে বুক সেক দিলে আরাম পাবেন।

PREV
click me!

Recommended Stories

আপনার পোষ্যের ঘুমের অঙ্গীভঙ্গি দেখলে আপনি বুঝতে পারবেন তার মনোভাব
বাটিতে প্রস্রাব থেকে দুই ভাইকে বিয়ে, ২০২৫-এর চর্চায় উঠে এসেছিল অদ্ভুত বিয়ের এইসব রীতি