একবার ব্যবহারে দূর হবে মুখের কালো ছোপ, জেনে নিন কোন উপায় মিলবে উপকার

পুজোর পর মুখে ট্যান পড়েছে? চিন্তার কিছু নেই! লেবু-মধু, দই-বেসন, টমেটো, অ্যালোভেরা, হলুদ, অ্যাপেল সিডার ভিনিগার, শসা, মুসুর ডালের মতো ঘরোয়া উপাদান ব্যবহার করে সহজেই ট্যান দূর করুন।
Sayanita Chakraborty | Published : Nov 1, 2024 7:52 PM
110

পুজোর কদিন ধরে হয়েছে ঘোরাঘুরি। টানা কদিন আনন্দ করতে গিয়ে মুখে ট্যান পড়েছে অনেকের। মুখের কালো ছোপ সৌন্দর্যের পথে বাধা সৃষ্টি করছে। এবার রইল বিশেষ টিপস। মুহূর্তে দূর হবে ট্যানে সমস্যা।

210

লেবুর রস ও মধু

একটি পাত্রে মধু নিন। তাতে মেশান পরিমাণ মতো লেবুর রস। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ট্যান দূর হবে।

310

দই ও বেসন

প্যাক বানাতে পারেন দই ও বেসন দিয়ে। পাত্রে দই নিন। তাতে মেশান বেসন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ট্যান দূর হবে।

410

টমেটো

ট্যান দূর হয় টমেটোর গুণে। টমেটো কেটে জেল বের করে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

510

অ্য়ালোভেরা

অ্য়ালোভেরার গুণে ত্বকে আসবে জেল্লা। দূর হবে ট্যান। অ্য়ালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। সেই জেল ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

610

বেসন ও হলুদ

বেসন ও হলুদের প্যাক বানাতে পারেন। হলুদ প্রথমে বেটে নিন। তার সঙ্গে মেশান বেসন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

710

অ্যাপেল সিডার ভিনিগার

একটি পাত্রে জল নিন। তাতে মেশান অ্যাপেল সিডার ভিনিগার। তা তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

810

দই ও হলুদ

প্যাক বানান দই ও হলুদ দিয়ে। হলুদ প্রথমে বেটে নিন। তার সঙ্গে মেশান দই। প্যাক বানিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

910

শসা ও লেবুর রস

একটি পাত্রে শসার রস নিন। তাতে মেশান লেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

1010

মুসুর ডাল

ট্যান দূর করতে মুসুর ডাল বেশ উপকারী। মুসুর ডাল বেটে নিন। তার সঙ্গে মেশান সামান্য দুধ। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos