বাড়িতে দীর্ঘদিন নেলপালিশ থাকার পরে শুকিয়ে গেছে? জেনে নিন কি করে এটি ব্যবহারযোগ্য করে তুলবেন

Published : Sep 29, 2025, 11:28 PM IST
 nail polish

সংক্ষিপ্ত

একদিকে আগের নেল পলিশের খাপছাড়া অংশ নখ থেকে তোলাই হয় না। আবার অন্যদিকে, ড্রেসিং টেবিলে ভর্তি নামী দামি ব্র্যান্ডের নেলপলিশের শিশিও পড়েই থাকে। ফলে ব্যবহার করতে না করতেই সেইসব নেলপলিশ শুকিয়েও যায়।

নখ ছোট হোক বা বড়, প্রায় প্রত্যেক মহিলাই কম-বেশি নেলপলিশ পরতে পছন্দ করেন। কেউ জামার সঙ্গে রং মিলিয়ে নেলপলিশ লাগান নখে, আবার কেউ নেলপলিশের রং নির্বাচন করেন একেবারে অন্যরকম।

ইদানীং নেল আর্ট ফ্যাশনের অন্যতম অঙ্গ। তবে রোজকার ব্যস্ততায় সেইভাবে অনেকে নখের যত্ন নিতে পারেন না। ফলে একদিকে আগের নেল পলিশের খাপছাড়া অংশ নখ থেকে তোলাই হয় না। আবার অন্যদিকে, ড্রেসিং টেবিলে ভর্তি নামী দামি ব্র্যান্ডের নেলপলিশের শিশিও পড়েই থাকে। ফলে ব্যবহার করতে না করতেই সেইসব নেলপলিশ শুকিয়েও যায়। আর এক্ষেত্রে কয়েকটি টোটকা কাজে লাগাতে পারেন। তাহলেই নেলপালিশ ফের ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

* গরম জল :

একটি পাত্রে গরম জল নিন। এ বার জমাট বাঁধা নেলপালিশের বোতলটি গরম জলের মধ্যে বেশ কিছু ক্ষণ ডুবিয়ে রাখতে পারেন। এতে শুকিয়ে যাওয়া নেলপালিশটি আবার তরল হয়ে যাবে। ব্যবহারের আগে নেলপালিশের বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিন। পাশাপাশি নেলপালিশের ঢাকনার সঙ্গে থাকা তুলিটি পরিষ্কার কোনও কাগজ দিয়ে মুছে নিতে পারেন। এতে নেলপালিশ ব্যবহারে সুবিধা হবে।

* রিমুভার: ঘন ও শুকিয়ে যাওয়া নেলপালিশ আবার ব্যবহার করতে কয়েক ফোঁটা নেলপালিশ রিমুভার মিশিয়ে ২ মিনিট সেটি রেখে দিন। তার পর কয়েক বার বোতলটি দুই হাতের তালুতে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। সব শেষে ঝাঁকিয়ে নিলেই নেলপালিশ আরও এক-দু’বার পরে নিতে পারবেন।

* সঠিক ভাবে রাখার উপায়: নেলপালিশ শুকিয়ে যাওয়ার আগেই যদি তা সঠিক ভাবে সংরক্ষণ করা যায়, তবে এই ঝামেলাতেই পড়তে হবে না।সাধারণত, নেলপালিশের বোতলে হাওয়া, আর্দ্রতা ঢুকে গেলেই তা দ্রুত নষ্ট হয়ে যায়। তাই নেলপালিশ ব্যবহারের সময় খোলা মুখে একটা কাগজ চাপা দিয়ে আঙুল দিয়ে চেপে রাখুন। ব্যবহারের পর ঢাকনা শক্ত করে বন্ধ করা দরকার।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি