Skin Care Tips: দইয়ের সঙ্গে এই একটা উপাদান মিশিয়ে মাখলে, আর ফেসিয়াল লাগবে না!

Published : Apr 15, 2025, 01:46 PM IST

বয়স বাড়লেও ত্বককে যদি তরুণ দেখাতে চান, তাহলে দই খুব কাজে লাগে। দইয়ের পুষ্টিগুণ, অ্যান্টি-অক্সিডেন্ট এবং ময়েশ্চারাইজিং বৈশিষ্ট্য ত্বককে নরম ও উজ্জ্বল করে। তাহলে, দইয়ের সাথে কী মিশিয়ে মাখলে ত্বক সুন্দর হবে, আসুন জেনে নেই।    

PREV
15

বয়স বাড়ার সাথে সাথে সুন্দর দেখাতে সবারই ইচ্ছা থাকে। কিন্তু, বয়সের কারণে অনেক ধরণের সমস্যা দেখা দেয়। 

25

মুখে বলিরেখা, চোখের নিচে কালো দাগ ইত্যাদি। ফলে মুখের উজ্জ্বলতা কমে যায় এবং বয়স্ক দেখায়। বিশেষ করে এই গরমে মুখের ক্ষতি বেশি হয়। 

35

মুখের ক্ষতি হলে প্রায় সবাই পার্লারে ছুটে যায় এবং ফেসিয়াল করায়। কিন্তু, ফেসিয়ালের প্রয়োজন ছাড়াই, শুধুমাত্র এটি ব্যবহার করেই সৌন্দর্য বৃদ্ধি করা যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে।

45

দই দিয়ে মুখের সৌন্দর্য কীভাবে বাড়াবেন?

দই ও মধুর ফেস প্যাক।

দই ও বেসন ফেস প্যাক।

55

শুধু দইয়ের সঙ্গে এই দুই উপাদান মিলিয়ে গরম যত্ন নিন ত্বকের, কয়েক দিনের মধ্যেই মিলবে হাতে নতে ফল।

click me!

Recommended Stories