ফল নয়, কলার খোসা দিয়ে ফেসমাস্ক, ঝলমলে হয়ে উঠবে ত্বক! কীভাবে ব্যবহার করবেন? রইল টিপস

Published : May 18, 2025, 01:50 PM ISTUpdated : May 18, 2025, 01:51 PM IST
Banana Face mask 7 benefits for All Skin Types

সংক্ষিপ্ত

Banana Peel Beauty Tips: কলা যে শুধুমাত্র খাবার হিসেবেই ব্যবহৃত হয়, এমনটা মোটেও নয়। স্বাস্থ্য উজ্জ্বল করতেও এর জুড়ি মেলা ভার। বিস্তারিত জানুন…       

Banana Peel Beauty Tips: খাবার পর কলার খোসা সকলেই ফেলে দেন। কিন্তু জানেন কি কলার মত কলার খোসাও রূপচর্চায় ভীষণ উপকারী। কলার খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ভিটামিন বি৬ ও নানা রকম খনিজ, যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। আপনার ত্বক যদি সেনস্টিভ ধরনের হয়, ব্রণর সমস্যা থাকে কলার খোসা নির্দ্বিধায় কাজ দেবে। দূর হবে কালো দাগছোপ, জেল্লা বাড়বে ত্বকের। তাই এবার ঘরে বসেই সহজ উপায়ে বানিয়ে নিতে পারেন কলার খোসার ফেস মাস্ক, যা ত্বকের নানা সমস্যা সমাধানে কার্যকর।

কলার খোসার মাস্ক কীভাবে তৈরী করবেন?

উপকরণ :

* ১টি পাকা কলার খোসা

* ১ চা চামচ মধু

* ১ চা চামচ লেবুর রস

* সামান্য দই

প্রণালী :

প্রথমে একটি পাকা কলার খোসা টুকরো টুকরো করে কেটে ধুঁয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার একটা ব্লেন্ডারে কলার খোসা, মধু, পরিমানমতো দই আর লেবুর রসটা দিতে হবে। ভালো করে ব্লেন্ড করে নিয়ে কাঁচের জারে সংগ্রহ করে রাখতে পারেন ২/৩ দিন। তবে জার বায়ু নিরোধক হতে হবে।

ব্যবহারবিধি :

যেদিন চুলে শ্যাম্পু করবেন সেদিন স্নান করার অন্তত ১ ঘন্টা আগে এর প্রস্তুতি নিতে হবে। বানানো প্যাকটি শুকনো স্ক্যাল্প ও চুলে ভালোভাবে লাগাতে হবে। স্ক্যাল্পে হালকা ম্যাসাজ করলে ভালো ফল মিলবে। স্ট্রেস কমবে, রক্ত চলাচল ভালো হবে মাথায়। এবার গোড়া থেকে আগা পর্যন্ত পুরো চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। সময় হয়ে গেলে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সপ্তাহে ১ থেকে ২ বার ব্যবহার করাই যথেষ্ট।

শুধুমাত্র কলার মধ্যে নয়, কলার খোসাতেও রয়েছে অনেক গুণ। ত্বকের পরিচর্যায় ব্যবহার করা যায় এই উপকরণ। জেনে নিন কলার খোসার ফেসমাস্ক বানানোর উপায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি