
ত্বকের যত্ন নেওয়া মানেই যে দামী প্রসাধনী ব্যবহার করতে হবে, তা নয়। আজকাল অনেক বলিউড সেলিব্রিটিই ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ঘরোয়া ও প্রাকৃতিক উপায়ে ভরসা রাখেন। তারা বিশ্বাস করেন, রাসায়নিক মিশ্রিত প্রসাধনী সবসময় ব্যবহার না করে প্রাকৃতিক উপাদানের মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত সৌন্দর্য ফিরিয়ে আনার চাবিকাঠি। এমন কিছু ফেসপ্যাক রয়েছে, যা রান্নাঘরের সহজলভ্য উপাদান দিয়েই তৈরী করে নিতে পারবেন আপনি। এগুলি ত্বকের বিভিন্ন সমস্যা যেমন তেলতেলে ভাব, ব্রণ, নিস্তেজভাব -এসব দূর করে দেবে কার্যকরভাবে। আসুন, দেখে নিই বলিউড ডিভাদের রূপচর্চার গোপন রহস্য।
মাধুরী দীক্ষিতের পছন্দ বেসনের ফেসপ্যাক:
উপকরণ * বেসন * মধু * লেবুর রস
ব্যবহারবিধি : বেসন, মধু ও লেবুর রস দিয়ে তৈরি এই ফেসপ্যাক ময়লা, ব্ল্যাকহেডস ও অতিরিক্ত তেল দূর করে এবং ত্বককে পরিষ্কার ও মসৃণ রাখে। এছাড়াও শসার রস ও দুধ একসঙ্গে মিশিয়ে মাধুরী মুখে ব্যবহার করেন, যা ত্বক হাইড্রেট রাখতে সাহায্য করে।
প্রিয়াঙ্কা চোপড়ার পছন্দ দইয়ের ফেসিয়াল:
উপকরণ * টক দই * ওটমিল * এক চিমটে হলুদ
ব্যবহারবিধি : সমপরিমাণ টক দই ও ওটমিলের সঙ্গে এক চিমটে হলুদ মিশিয়ে ব্যবহার করেন নায়িকা। এই ফেসপ্যাক লাগিয়ে অন্তত ৩০ মিনিট রেখে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই মিশ্রণ ত্বকের মৃত কোষ তুলে ফেলে এবং এক্সফোলিয়েট করে। ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত।
আলিয়া ভাটের পছন্দ মুলতানি মাটি
উপকরণ * মুলতানি মাটি * মধু * লেবুর রস
ব্যবহারবিধি : মুলতানি মাটি, মধু ও লেবুর রস মিশিয়ে তৈরী ফেসপ্যাক মুখে মাখলে ব্রণ কমে এবং তৈলাক্ত ত্বক পরিষ্কার থাকে। এর সাথে চাইলে আপনি অ্যালোভেরা, শসা ও নিমপাতা মিশিয়ে মাখতে পারেন। আরও ভালো ফল পাওয়া যাবে এতে। ঘরোয়া এই টোটকাগুলিই আলিয়া ভাতের উজ্জ্বল ত্বকের রহস্য।
বিশেষ দ্রব্যষ্ট: এই প্রতিবেদন শুধু তথ্য সরবরাহের জন্যই। আপনি প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।