অষ্টমীতে কেমন সাজবেন ভাবছেন? ট্রাই করতে পারেন টলিপাড়ার নায়িকাদের এই লুকস

Published : Sep 08, 2025, 12:34 PM IST
tollywood actress

সংক্ষিপ্ত

Fashion Tips:  পুজোয় মহা অষ্টমীতে কেমন সাজবেন?   সেই বিষয়ে কিছু টিপস নিতেই পারেন টলিপাড়ার কিছু টপ মডেল নায়িকাদের থেকে। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Durga Puja Fashion Tips: প্রস্তুতি চলছে বাঙালির সবচেয়ে বড় পার্বণ দুর্গা পুজোর অন্তিম ধাপ। পুজো মানেই খাওয়া- দাওয়া, আড্ডা, ঠাকুর দেখা, গান- বাজনা এবং সেই সঙ্গে দারুণ সাজগোজ। পুজোর দিকে সারা বছর ধরে মুখিয়ে থাকে বাঙালিরা। উৎসবের এই দিনগুলোয় কবে, কেমন সাজবেন, এই নিয়ে দীর্ঘদিন ধরে থাকে প্ল্যানিং। তবে বেশীরভাগ মহিলাদের পুজোর সময় ট্রাডিশনাল পোশাক থাকবেই পছন্দের তালিকায়। যদি পেতে চান টলিউডের নায়িকাদের মত ওভারঅল একটা লুক তাহলে একবার দেখে নিতেই পারেন মিমি চক্রবর্তী বা ধরুন রিতাভরি চক্রবর্তী বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মত কোন আউটলুক।

টলিউডের সুপারস্টার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মত যদি অষ্টমীর সাজে সেজে উঠতে চান তাহলে পরতেই পারেন এমন হালকা সিক্যুইনের শাড়ি সঙ্গে ভারি কাজের জমকালো ব্লাউজ, সাবেকি গয়না ও মানানসই মেকআপ, হেয়ারস্টাইল। কপালে ছোট্ট টিপ, আর একগাল হাসি। সবমিলিয়ে আপনার অষ্টমীর সাজ হয়ে উঠবে সেরার সেরা।

টলিপাড়ার আরেক সুপারস্টার নায়িকা মিমি চক্রবর্তীকে যদি দেখা যায় তাহলে বুঝতে পারবেন হালকা শাড়ির ওপরেও ভারী গয়না দিয়ে সাজলে তার চমকই আলাদা। একটু জমকালো মেকআপ গয়না অথচ হালকা রঙের শাড়িতে সেজে উঠতে চাইলে ফলো করতে পারেন মিমি চক্রবর্তীর এই লুক।গায়ের রঙের সঙ্গে মানানসই কোনও হালকা রঙের শাড়ির সঙ্গে সলিড রঙের ব্লাউজ ও ভারী গয়নায় সেজে উঠুন অষ্টমীর সকাল বা সন্ধ্যায়। কপালে থাকুক একটা টিপ সঙ্গে পারফেকট মেকআপ আর হেয়ারস্টাইল।

আর যদি হয় লাল শাড়িতে আউট লুক , তাহলে অষ্টমীতে পড়তেই পারেন লাল টুকটুকে শড়িতে নায়িকা ঋতাভরী চক্রবর্তীর এই লুক। জমকালো লাল শাড়ি, গলায় কুন্দনের কাজ করা ভারী চোকার। মানানসই মেকআপ ও হেয়ারস্টাইলে লাল রঙে রঙিন হয়ে উঠবে আপনার অষ্টমীর সাজ।

যদি অষ্টমীর সাজে সাবেকিয়ানার বদলে একটু ফিউশন লুক চান আপনি তাহলে ফলো করতে পারেন মনামী ঘোষের এই লুক। ওয়েস্টার্ন টপ বা স্লিভলেস ব্লাউজের সঙ্গে প্রিন্টেড বা ফ্যাশন ইন সলিড রঙের কোনও শাড়ির সঙ্গে পারফেকট মেকআপ ও হেয়ারস্টাইলে হয়ে উঠুন অষ্টমীর সন্ধ্যায় অনন্যা।

যদি সাবেকি লুকের বদলে জমকালো সাজে সাজতে চান তাহলে চোখ বন্ধ করে ফলো করতে পারেন নায়িকা কৌশানী মুখোপাধ্যায়ের এই লুক। জমকালো কমলা রঙের শাড়ির সঙ্গে জমকালো ব্লাউজ সামান্য গয়না ও মেকআপ। ব্যস আপনার অষ্টমীর সাজ সম্পূর্ণ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি