হাতের সামনে থাকা রোজকার ব্যবহারের এই জিনিসগুলি দিয়েই মুছে ফেলতে পারেন নেলপালিশ

Published : Sep 04, 2025, 08:21 PM ISTUpdated : Sep 04, 2025, 08:22 PM IST
 nail polish

সংক্ষিপ্ত

Nail Polish Remover: কিছু ঘরোয়া পদ্ধতিতে রিমুভার তৈরি করে আপনার নেল কেয়ার করতে পারেন। ঘরোয়া পদ্ধতিতে সহজেই নেলপালিশ মুছে ফেলতে পারলে আর বেশি পরিশ্রম করতে হয় না। পুজোর আগে এই পদ্ধতি কাজে লাগাতে পারেন।

Nail Care: ভীষণ প্রয়োজনের সময় হাতের কাছে নেল রিমুভার না থাকলে সেক্ষেত্রে আমরা ঘরোয়া কিছু পদ্ধতি দিয়ে নেল রিমুভার তৈরি করে নিয়ে নিজেদের নখ পরিষ্কার রাখতে পারি। তাই ঘরে থাকা নেলপালিশ ফুরিয়ে গেলে, হাতের কাছে রাখা এসব ঘরোয়া জিনিস দিয়ে নখ পরিষ্কার করুন। কয়েক মিনিটের মধ্যে নখ থেকে নেলপালিশ উঠে গিয়ে নখ পরিষ্কার হয়ে যাবে। আমাদের মেয়েদের কাছে নেলপালিশ খুব প্রিয় একটি জিনিস। আমরা নেলপলিশ তুলতে সাধারণত রিমুভার ব্যবহার করে থাকি। আজকাল বাজারে অনেক ধরনের নেইল পেইন্ট রিমুভার পাওয়া যায়। তবে কিছু সময় আসে যখন নেলপালিশ রিমুভার হঠাৎ শেষ হয়ে যায় যায় বা স্পিরিট বলে তা উবে যায়। এমন পরিস্থিতিতে ঘরে পড়ে থাকা কিছু জিনিসের মাধ্যমে নেলপালিশ রিমুভ করতে পারেন।

কীভাবে ঘরোয়া পদ্ধতিতে নেলপালিশ মুছে ফেলবেন?

পারফিউম বা ডিও দিয়ে তাৎক্ষণিকভাবে নেলপালিশ তুলে ফেলার প্রয়োজন হলে, রিমুভার ছাড়াই শুধু পারফিউম বা ডিওডোরেন্ট স্প্রে করে তুলা দিয়ে পরিষ্কার করে নিন নখ। এছাড়া হ্যান্ড স্যানিটাইজার তো সবার ঘরেই থাকে। সেটা দিয়েও আপনি নখ পরিষ্কার করতে পারেন। আপনার ওয়ালেটে যদি হ্যান্ড স্যানিটাইজার থাকে সেটাও নেইলপলিশ তোলার কাজে ব্যবহার করতে পারেন। আবার হেয়ার স্প্রে দিয়েও খুব ভালোভাবে নখ পরিষ্কার করা যেতে পারে। কারণ, এতে আছে অ্যালকোহল। যার সাহায্যে নেইলপলিশ সহজেই তুলে ফেলা যায়। আপনার কাছে যদি উল্লিখিত কিছুই না থাকে, তবে আপনার টপ কোট নেইল পেইন্ট নখে লাগিয়ে, অবিলম্বে তুলো দিয়ে মুছে নিন। অর্থাৎ পুরনো নেলপালিশ এর উপরে আবার একবার করে নতুন নেলপালিশ লাগিয়ে তুলো দিয়ে মুছে দিতে পারেন।। ভিনেগার ও লেবুর রস মিশিয়েও তা নখে ঘষলেও নেইলপলিশ পরিষ্কার হবে।

পুজোর আগে নখের যত্ন নিন

আর তিন সপ্তাহ পরেই দুর্গাপুুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আগে চুল, ত্বকের পাশাপাশি নখের যত্ন নেওয়াও জরুরি। ঘরোয়া পদ্ধতিতেই নখের যত্ন নিতে পারলে আর পার্লারে যাওয়ার প্রয়োজন হয় না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি