বাজারের সস্তা হেয়ার ডাই আর নয়, এবার এই দুই উপাদানে দীর্ঘস্থায়ীভাবে চুল কালো করুন

Published : Apr 21, 2025, 06:01 PM IST
Hair color

সংক্ষিপ্ত

বাজারে পাওয়া রাসায়নিকযুক্ত হেয়ার ডাই ব্যবহার করে স্বাস্থ্যের ক্ষতি করার চেয়ে এই দুটি পাউডার ব্যবহার করে দেখুন, পরামর্শ দিয়েছেন একজন প্রখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক।  

ক্যান্সার শব্দটি শুনলেই ভয় লাগে, তাই না? আজকাল ক্যান্সার মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, যার প্রমাণ ক্যান্সার হাসপাতালের সংখ্যা বৃদ্ধি পাওয়া। সর্বত্র ক্যান্সারের আতঙ্ক। আমাদের খাদ্যাভ্যাসের কারণে ক্যান্সার হয়, এটা সকলেরই জানা। কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কারণ কি জানেন? আমরা যে রাসায়নিকযুক্ত হেয়ার ডাই ব্যবহার করি! বিশেষ করে মহিলাদের স্তন ক্যান্সারের অন্যতম কারণ হলো বাজারে পাওয়া, বিজ্ঞাপনে লাখ লাখ টাকা নিয়ে তারকারা যে হেয়ার ডাইয়ের প্রচার করেন।

হেয়ার কালারের ব্যবহারও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি। ত্বকের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার, স্তন ক্যান্সারের কারণও হতে পারে হেয়ার ডাই, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। শুধু ত্বকের সমস্যাই নয়, হেয়ার ডাইয়ের রাসায়নিকের কারণে মানসিক রোগও হতে পারে। এসব জেনেও অনেকেই বয়স লুকোনোর জন্য হেয়ার ডাই ব্যবহার করেন। অনেকেই ইউটিউবে চুল কালো করার টিপস দিচ্ছেন। কিন্তু সেগুলোর বেশিরভাগই ভুয়ো। লাইক আর ভিউয়ের জন্য যা ইচ্ছা তাই ভিডিও বানানো হয়। কমেন্ট দেখলেই বোঝা যায় কত মানুষ ঠকেছে।

আগে বয়স বাড়লে চুল পেকে যেত। এটা বার্ধক্যের লক্ষণ ছিল। কিন্তু এখন ছোট বাচ্চাদের চুলও পেকে যাচ্ছে। জীবনযাত্রা, খাদ্যাভ্যাস, দূষণ, মানসিক চাপ – নানা কারণে এমনটা হচ্ছে। ২৫-৩০ বছর বয়সেই চুল পেকে যাওয়া এখন স্বাভাবিক ব্যাপার। অনেকের বিয়ের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, কেউ কেউ হতাশায় ভুগছেন। তাই হেয়ার ডাই ব্যবহার বেড়েই চলেছে। প্রতিটি বাড়িতেই কমপক্ষে একজন হেয়ার ডাই ব্যবহার করেন। কিন্তু প্রাকৃতিক উপায়েও চুল কালো করা সম্ভব। এর জন্য দারুণ টিপস দিয়েছেন শিরসির প্রখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক ডা. বিনায়ক হেব্বার।

তিনি বলেন, মাত্র দুটি উপাদানই যথেষ্ট। মেহেদি গুঁড়ো আর নীল গুঁড়ো। তবে বাজারের মেহেদিতেও রাসায়নিক মেশানো থাকে। তাই ভেষজ দোকান থেকে প্রাকৃতিক মেহেদি কিনুন। নীল গুঁড়োও ভেষজ দোকানে পাওয়া যায়। ডা. বিনায়ক ব্যবহারের পদ্ধতিও বলে দিয়েছেন। প্রথমে মেহেদি গুঁড়োয় জল মিশিয়ে পেস্ট বানিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে দুই ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। চুল লালচে হয়ে যাবে। পরের দিন নীল গুঁড়োর পেস্ট বানিয়ে চুলে লাগিয়ে ২-৩ ঘণ্টা পর ধুয়ে ফেলুন। চুল কালো হবে, সঙ্গে চুলের বৃদ্ধিও হবে। সপ্তাহে বা ১০ দিন অন্তর এভাবে ব্যবহার করলে চুলও বাড়বে।

PREV
click me!

Recommended Stories

Fashion Tips: সৌন্দর্যের শর্টকাটে বিপদ? ভুল ফিলারে বিকৃত হচ্ছে মুখ, ঝুঁকি দৃষ্টিশক্তিতেও
ক্রিসমাস ২০২৫-এর ড্রেসিং করে তুলুন পারফেক্ট, পরুন মিনিম্যাল জুয়েলারি