White Hair Remedy: পুজোর সময় দারুণ হেয়ারস্টাইল নষ্ট করে পাকা চুলের সমস্যা, আমলকির ব্যবহারে ৭দিনে মিলবে কালো চুল

শুধু বয়স কেন, চুলের ওপর নানা রাসায়নিক ট্রিটমেন্ট থেকে হেয়ার কালারের অত্যাচার। এসবের জন্যও অকালে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা যায়।

সময়ের সাথে সাথে চুলের সমস্যা হওয়া সাধারণ ব্যাপার। কখনও কখনও চুল পড়া শুরু হয় এবং কিছু মানুষের চুল বয়সের আগেই সাদা বা পাকতে শুরু করে। শুধু বয়স কেন, চুলের ওপর নানা রাসায়নিক ট্রিটমেন্ট থেকে হেয়ার কালারের অত্যাচার। এসবের জন্যও অকালে চুল পেকে যাওয়ার সমস্যা দেখা যায়। আর কে না জানে পুজোর সময় পাকা চুলের সমস্যা যে কোনও ভালো হেয়ারস্টাইল নষ্ট করে দিতে পারে। তাই ঝটপট ট্রাই করুন আমলা বা আমলকির এই প্রতিকার।

চুল কালো করার জন্য আমলা

Latest Videos

আমলা ব্যবহার শুধু স্বাস্থ্যের জন্যই উপকারী নয়, এটি চুল কালো করতেও উপকারী। আমলা হেয়ার মাস্ক ব্যবহার করে এক মাসের মধ্যে সহজেই চুল কালো করতে পারেন। চুল কালো করতে আমলা ব্যবহার করতে হবে এই পদ্ধতিতে।

পাকা চুলের জন্য আমলার ব্যবহার

- চুল কালো করতে প্রথমে ৪-৫টি আমলকী নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন।

- নারকেল তেলে এই কাটা আমলাগুলি রাখুন এবং প্রায় ১০ মিনিটের জন্য সেদ্ধ করুন। এরপর ঠাণ্ডা হলে ফিল্টার করুন।

- নারকেল তেল এবং আমলা থেকে তৈরি এই মিশ্রণটি সঠিকভাবে সংরক্ষণ করুন। এখন প্রতিদিন স্নানের আগে এটি দিয়ে আপনার চুলের স্ক্যাল্প ম্যাসাজ করুন।

- ম্যাসাজ করার পর প্রায় এক বা দুই ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই ঘরোয়া উপায়টি ব্যবহার করে আপনি সহজেই সাদা চুলের সমস্যা দূর করতে পারবেন।

আমলা এবং নারকেল তেলের অন্যান্য উপকারিতা

- আমলা এবং নারকেল তেল লাগালে আরও অনেক উপকার পাওয়া যায়। এতে চুল ঘন ও মজবুত হয়।

- চুল খুশকি ও খুশকির সমস্যা থেকে রেহাই পায়। আমলা জুস পান করাও উপকারী।

-চুল পড়ার সমস্যা থেকেও মুক্তি পেতে পারেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
গোটা ভারতবর্ষে কে রোহিঙ্গাদের সাপ্লাই দিচ্ছে! শুভেন্দুর উত্তরে চমকে উঠবেন | Suvendu Adhikari
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'বালি চুরি, কয়লা চুরিতে যুক্ত পুলিশদের একাংশ' বিস্ফোরক মন্তব্য মমতার | Mamata Banerjee