Effective Skincare Routine: ব্রণ কি আপনার মুখের সৌন্দর্য নষ্ট করছে? কত ক্রিম ব্যবহার করলেও দাগ মিটছে না? তাহলে জেনে নিন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
ব্রণ কমাতে ক্রিম লাগানো নয়, ভালো স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে। তার জন্য আপনার ত্বকের উপযোগী টোনার ব্যবহার করুন।
510
টোনার ব্যবহারে ত্বকের ছিদ্র বন্ধ হয়। এছাড়াও ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে। ত্বকের ভালো যত্নের জন্য, আপনি ঘরে বসেই প্রাকৃতিক উপাদান দিয়ে টোনার তৈরি করে ব্যবহার করতে পারেন।
610
সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন অনেক মহিলা ব্রণ হলে ময়েশ্চারাইজার ব্যবহার বন্ধ করে দেন। কিন্তু, এতে সমস্যা আরও বাড়ে। তাই, ত্বকের যত্ন নিতে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ব্রণের সময়, হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
710
সানস্ক্রিন ব্যবহার করুন.. ত্বকের যত্ন নিতে, আপনার অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। ব্রণ রোদে আরও বেড়ে যায়।
810
এই সমস্যা এড়াতে, আপনার সানস্ক্রিন ব্যবহার করা উচিত। কোন ধরনের সানস্ক্রিন আপনার ত্বকের জন্য ভালো তা জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
910
নাইট ক্রিম
ত্বকের যত্ন নিতে, রাতে আপনার ত্বকের বিশেষ যত্ন নিন। ত্বকের যত্নের জন্য আপনি নাইট ক্রিম ব্যবহার করতে পারেন। নাইট ক্রিম ব্যবহারের আগে, আপনার ত্বক ভালো করে পরিষ্কার করে নিন।
1010
মনে রাখার মতো গুরুত্বপূর্ণ বিষয়..
মুখ ভালো করে পরিষ্কার করুন
সঠিক পণ্য ব্যবহার করুন
ঘরোয়া টোটকা ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন।
কোন কিছু ব্যবহারের আগে, বিশেষজ্ঞের পরামর্শ নিন।