ত্বক নিয়ে সারা বছর সমস্যা লেগে থাকে। আবার এদিকে এই ত্বক দাগহীন ও উজ্জ্বল না হলে কারও নজর কাড়া কঠিন। এদিকে ত্বক কীভাবে উজ্জ্বল করবেন তা অনেকেই বুঝে উঠকে পারেন না। এই নিয়ে চলে এক্সপেরিমেন্ট। কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন তো কেউ পার্লার ট্রিটমেন্ট করান। এবার দাগহীন ত্বক পেতে ব্যবহার করুন মুলতানি মাটি, দেখে নিন কোন উপায় ব্যবহারে মিলবে উপকার।
মুলতানি মাটি, টমেটো ও বেসন
প্যাক বানান মুলতানি মাটি, টমেটো ও বেসন দিয়ে। প্রথনে টমেটো কেটে ভিতরের জেলের মতো অংশ বের করে নিন। পাত্রে মুলতানি মাটি নিয়ে তাতে টমেটো ও বেসন মেশান। ভালো করে ফেটিয়ে নিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এই প্যাক ব্যবহারেই তফাত বুঝতে পারবেন।
মুলতানি মাটি, দই, ডিম ও কর্নফ্লাওয়ার
প্যাক বানাতে পারেন মুলতানি মাটি, দই, ডিম ও কর্নফ্লাওয়ার দিয়ে। পাত্রে পরিমাণ মতো মুলতানি মাটি নিয়ে তাতে মেশান দই। মেশান কর্নফ্লাওয়ার। এবার সামান্য জল দিয়ে ফেটিয়ে নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
মুলতানি মাটি ও মধু
প্যাক বানাতে পারেন মুলতানি মাটি ও মধু দিয়ে। পাত্রে পরিমাণ মতো মুলতানি মাটি নিয়ে তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মেনে চলুন এই বিশেষ টিপস। মিলবে উপকার।