শীতের মরশুমে চুলের রুক্ষ্ম ভাব দূর করুন এই বিশেষ উপায়, রইল ঘরোয়া প্যাকের হদিশ

Published : Nov 08, 2024, 11:04 PM IST
egg hair pack

সংক্ষিপ্ত

শীতের আগমনের সাথে সাথে চুলের নানা সমস্যা দেখা দেয়। ডিম ও দই, মধু ও কলা, অলিভ অয়েল ও নারকেল তেল এবং দই ও অলিভ অয়েলের প্যাক ব্যবহারে চুলের রুক্ষ্ম ভাব দূর হবে। এই ঘরোয়া প্যাক ব্যবহারে চুল হবে নরম ও মসৃণ।

সকালে অনুভূত হচ্ছে শীতের হালকা আমেজ। এদিকে আবহাওয়া দফতরের খবর অনুসারে ১৫ নভেম্বর থেকে পড়বে শীত। এই মরশুম যেমন সকলে উপভোগ করেন তেমনই শীত পড়ার আগে থেকেই চিন্তায় ভোগেন অনেকে। শীতের মরশুমে চুল নিয়ে দেখা দেয় বিস্তর সমস্যা। আজ রইল বিশেষ টিপস।

ডিম ও দইয়ের হেয়ার প্যাক

একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে মেশান দই। ভালো করে ফেটিয়ে প্যাক বানান। তা চুলে লাগান। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

মধু ও কলার প্যাক

কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে চুলের রুক্ষ্ম ভাব দূর হবে। চুল হবে নরম। সপ্তাহে ২ দিন ব্যবহারেই মিলবে উপকার। 

অলিভ অয়েল ও নারকেল তেল

অয়েল ম্যাসাজেও মিলবে উপকার। পাত্রে সম পরিমাণ অলিভ অয়েল ও নারকেল তেল নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে চুলের রুক্ষ্ম ভাব দূর হবে। চুল হবে নরম।

দই ও অলিভ অয়েল

একটি পাত্রে ১ কাপ দই নিন। তাতে মেশান পরিমাণ মতো অলিভ অয়েল। ভালো করে ফেটিয়ে নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। মেনে চলুন এই বিশেষ টিপস। মিলবে উপকার। 

 

 

 

PREV
click me!

Recommended Stories

নতুন জামা কাপড় কিনে না ধুয়ে পড়ে নিচ্ছেন? তাহলে আজই আপনার এই অভ্যেস বদলে নিন
মাথায় পেঁয়াজের রস মাখলে গন্ধ ছাড়তে চায় না? শ্যাম্পু করার সময় মেনে চলুন এই নিয়ম