সকালে অনুভূত হচ্ছে শীতের হালকা আমেজ। এদিকে আবহাওয়া দফতরের খবর অনুসারে ১৫ নভেম্বর থেকে পড়বে শীত। এই মরশুম যেমন সকলে উপভোগ করেন তেমনই শীত পড়ার আগে থেকেই চিন্তায় ভোগেন অনেকে। শীতের মরশুমে চুল নিয়ে দেখা দেয় বিস্তর সমস্যা। আজ রইল বিশেষ টিপস।
ডিম ও দইয়ের হেয়ার প্যাক
একটি পাত্রে ডিম ফেটিয়ে নিন। তাতে মেশান দই। ভালো করে ফেটিয়ে প্যাক বানান। তা চুলে লাগান। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
মধু ও কলার প্যাক
কলা ভালো করে চটকে নিন। তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে চুলের রুক্ষ্ম ভাব দূর হবে। চুল হবে নরম। সপ্তাহে ২ দিন ব্যবহারেই মিলবে উপকার।
অলিভ অয়েল ও নারকেল তেল
অয়েল ম্যাসাজেও মিলবে উপকার। পাত্রে সম পরিমাণ অলিভ অয়েল ও নারকেল তেল নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত ভালো করে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। এতে চুলের রুক্ষ্ম ভাব দূর হবে। চুল হবে নরম।
দই ও অলিভ অয়েল
একটি পাত্রে ১ কাপ দই নিন। তাতে মেশান পরিমাণ মতো অলিভ অয়েল। ভালো করে ফেটিয়ে নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। মেনে চলুন এই বিশেষ টিপস। মিলবে উপকার।