প্যান্ডের হপিং করতে গিয়ে মুখ কালো হয়ে গিয়েছে? ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টিপস

পুজোর সময় ত্বকে ট্যান পড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। এই ট্যান দূর করতে ঘরোয়া উপায়ে দুধ ও পাতিলেবুর রস, টমেটো ও শসার প্যাক, ওটস, মধু ও দুধের প্যাক, বেসন ও দুধের প্যাক এবং কলা ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন।

Sayanita Chakraborty | Published : Oct 14, 2024 12:08 PM IST

পুজোয় ঘোরাঘুরি করতে গিয়ে অনেকেরই ত্বকে দেখা দিচ্ছে ট্যানের সমস্যা। এদিকে লক্ষ্মী পুজো থেকে দিওয়ালির মতো অনুষ্ঠান এখনও বাকি। এরই মাঝে মুখে ট্যান থাকলে পুরো অনুষ্ঠানই মাটি। তাই নজর দিন নিজের দিকে। ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই বিশেষ টিপস।

দুধ ও পাতিলেবুর রস

Latest Videos

একটি পাত্রে দুধ নিন। তাতে মেশান পরিমাণ মতো পাতিলেবুর রস। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

টমেটো ও শসার প্যাক

শসার খোসা ছাড়িয়ে তা মিক্সিতে ব্লেন করে নিন। তার সঙ্গে মেশান টমেটোর থকথকে মিশ্রণ। ভালো করে মিশিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

ওটস, মধু ও দুধ

ব্যবহার করুন ওটস, মধু ও দুধের প্যাক। পাত্রে মিহি করে বাটা ওটস নিন। তাতে মেশান মধু ও দুধ। ভালো করে নিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেসন ও দুধ

একটি পাত্রে দুধ নিন। তাতে মেশান পরিমাণ মতো বেসন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

কলা ও মধুর 

কলা চটকে নিন। তাতে দিন মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। কলা ও মধুর প্যাক ত্বকের জন্য উপকারী। 

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কলকাতায় 'কার্নিভাল বয়কট' মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি | Bangla News | BJP
যা বললেন! 'লজ্জার কার্নিভাল' কবিতার ছলে রুদ্রনীলের 'Carnival' কটাক্ষ! | Rudranil Ghosh News | BJP
Dum Dum-এ ধুন্ধুমার! রাস্তায় সাইড চাওয়াকে ঘিরে তীব্র বচসা! অভিযোগ গায়ে হাত তোলার! | Dum Dum News
রুদ্রমূর্তিতে শুভেন্দু! মমতার কার্নিভালের পাল্টা শুভেন্দুর মিছিল, বড় ঘোষণা | Suvendu Adhikari
ধাক্কা খেলো রাজ্য, দ্রোহের কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট | Junior Doctors | High Court |