প্যান্ডের হপিং করতে গিয়ে মুখ কালো হয়ে গিয়েছে? ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে রইল বিশেষ টিপস

Published : Oct 14, 2024, 05:38 PM IST
skin colour samudra shastra 01

সংক্ষিপ্ত

পুজোর সময় ত্বকে ট্যান পড়ে যাওয়া একটি সাধারণ সমস্যা। এই ট্যান দূর করতে ঘরোয়া উপায়ে দুধ ও পাতিলেবুর রস, টমেটো ও শসার প্যাক, ওটস, মধু ও দুধের প্যাক, বেসন ও দুধের প্যাক এবং কলা ও মধুর প্যাক ব্যবহার করতে পারেন।

পুজোয় ঘোরাঘুরি করতে গিয়ে অনেকেরই ত্বকে দেখা দিচ্ছে ট্যানের সমস্যা। এদিকে লক্ষ্মী পুজো থেকে দিওয়ালির মতো অনুষ্ঠান এখনও বাকি। এরই মাঝে মুখে ট্যান থাকলে পুরো অনুষ্ঠানই মাটি। তাই নজর দিন নিজের দিকে। ট্যানের সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই বিশেষ টিপস।

দুধ ও পাতিলেবুর রস

একটি পাত্রে দুধ নিন। তাতে মেশান পরিমাণ মতো পাতিলেবুর রস। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

টমেটো ও শসার প্যাক

শসার খোসা ছাড়িয়ে তা মিক্সিতে ব্লেন করে নিন। তার সঙ্গে মেশান টমেটোর থকথকে মিশ্রণ। ভালো করে মিশিয়ে তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার।

ওটস, মধু ও দুধ

ব্যবহার করুন ওটস, মধু ও দুধের প্যাক। পাত্রে মিহি করে বাটা ওটস নিন। তাতে মেশান মধু ও দুধ। ভালো করে নিশিয়ে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেসন ও দুধ

একটি পাত্রে দুধ নিন। তাতে মেশান পরিমাণ মতো বেসন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

কলা ও মধুর 

কলা চটকে নিন। তাতে দিন মধু। ভালো করে মিশিয়ে প্যাক বানান। ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। কলা ও মধুর প্যাক ত্বকের জন্য উপকারী। 

 

PREV
click me!

Recommended Stories

শীতের রুক্ষ-শুস্ক দিনে ভিতর থেকে ফিরিয়ে আনবে ত্বকের জেল্লা, টক দই দিয়ে করুন কেল্লাফতে
চুল ভালো রাখতে হলে মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস, জেনে নিন কোন উপায় মিলবে উপকার