এই পুজোতে মাত্র ২টাকা দিয়ে ত্বকে আনুন দুর্দান্ত গ্লো! নিজেকে দেখে অবাক হয় যাবেন নিজেই

কফিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য যা ত্বককে ফ্রি ব়্যাডিক্যাল থেকে রক্ষা করে। এটি মুখের দাগ দূর করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। আসুন আপনাদের বলি কফি ফেসপ্যাকের ব্যবহার সম্পর্কে।

Parna Sengupta | Published : Oct 9, 2024 1:01 PM IST

মানুষ ত্বকের যত্নে দামি বিউটি প্রোডাক্ট ব্যবহার করে। তবে অনেক ঘরোয়া উপায়ে ত্বকের যত্নও করা যায়। আপনি এর জন্য কফি ব্যবহার করতে পারেন। কফিতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য যা ত্বককে ফ্রি ব়্যাডিক্যাল থেকে রক্ষা করে। এটি মুখের দাগ দূর করে এবং সৌন্দর্য বৃদ্ধি করে। আসুন আপনাদের বলি কফি ফেসপ্যাকের ব্যবহার সম্পর্কে। মাত্র দু টাকার কফির প্য়াকেট দিয়েই ত্বককে ঝকঝকে করে তুলতে পারেন। দেখুন উপায়।

ত্বকের যত্নে কফির ফেসপ্যাক

Latest Videos

কফি এবং হলুদ

কফির সঙ্গে হলুদ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন। হলুদ এবং কফির ফেসপ্যাক দাগ কমাতে সহায়ক। এটি তৈরি করতে এক চা চামচ কফি পাউডারে দেড় চা চামচ দুধ এবং এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এটি মিশিয়ে মুখে লাগান এবং ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

কফি এবং লেবু

লেবুর রস ত্বকের যত্নে নানাভাবে ব্যবহার করা হয়। কফি ফেসপ্যাকের সাথে ব্যবহার করতে পারেন। লেবুর রসে কফি পাউডার মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

কফি এবং বেসন

বেসন এবং কফির ফেসপ্যাক উজ্জ্বল ত্বকের জন্য ভালো। এই ফেসপ্যাক তৈরি করতে একটি পাত্রে ৩ চামচ কফি পাউডার নিন। এতে এক চামচ বেসন দিন। এবার মধু এবং অ্যালোভেরা জেল মিশিয়ে মিশিয়ে নিন। এটি মুখে লাগান এবং প্রায় ১৫-২০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

পুজোর দিনে নিজেকে উজ্জ্বল করে তুলতে ঘরে বসে ব্যবহার করে দেখতে পারেন এই ফেসপ্যাক। দারুণ কার্যকরী প্রমাণিত হবে এটি। পুজোর ভিড়েও আপনি নজর কাড়তে পারবেন সকলের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Durga Puja 2024: জমজমাট মহাষষ্ঠী! গড়িয়া মিতালী সংঘ নবদুর্গায় উপচে পড়া ভিড়! | Garia
PM Modi : হরিয়ানায় গেরুরা ঝড়ে উড়ে গেল কংগ্রেস! বড় বার্তা প্রধানমন্ত্রীর | Bangla News | BJP |
সিনিয়র ডাক্তারদের ইস্তফা থেকে কুলতলীর ঘটনা, দেখুন আজকের সেরা খবর | ASIANET NEWS BANGLA LIVE
'সব কিছু ফাঁস হবে কে অর্জুনকে মারার প্ল্যান করেছিল' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর | Suvendu Adhikari
Bangla News | ষষ্ঠীতে 'অভয়া পরিক্রমা', সন্দেশখালি থেকেই শুরু! বড় বার্তা শুভেন্দুর | Asianet News