যতই শ্যাম্পু করেন তেলতেলে ভাব যেন চুলের পিছু ছাড়ে না, এর থেকে মুক্তি পাবেন কী করে?

Published : Mar 06, 2025, 11:43 AM IST
Hair Care

সংক্ষিপ্ত

অতিরিক্ত চুল ধোয়া, ভুল প্রোডাক্ট ব্যবহার এবং চুলের ধরণ চুল তেলতেলে হওয়ার প্রধান কারণ। সঠিক শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহার এবং নিয়মিত চিরুনি পরিষ্কার করার মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণ করা সম্ভব।

সেবামের উৎপাদন বেশি হলে ত্বক ও স্ক্যাল্পের তেলতেলে ভাব নিয়ে নাজেহাল হওয়া সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যাদের স্ক্যাল্প ও হেয়ার অয়েলি, মাথার ও ত্বকের তৈলাক্ততা নিয়ে ঘুরে বেড়ানো বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চুল শ্যাম্পু করার এক দুইদিনের মধ্যেই চুল তেলতেলে হয়ে ধুলোবালি মিশে চিটচিটে হয়ে যায়। ফলে ফাঙ্গাল ইনফেকশন, খুশকি, চুল ঝরা হয়েই থাকে সারাবছর।। আবার অনেক ধরনের ক্যামিকাল প্রোডাক্ট যেমন হেয়ার ওয়াক্স থেকে শুরু করে হেয়ার স্প্রে লাগানোয় চুলের গোড়া নষ্ট হয়, চুল ঝড়তেই থাকে।

কী কারণে চুল তেলেতেলে হয়ে যায়?

১. অতিরিক্ত চুল ধোয়া - প্রয়োজনের তুলনায় চুল ঘন ঘন শ্যাম্পু করার ফলে প্রতিবার যখন আপনার চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেন তখন স্ক্যাল্প আরও বেশি পরিমাণে সিবাম প্রোডাকশন করে। আপনি যদি ঘন ঘন চুল শ্যাম্পু দিয়ে ধুলে স্ক্যাল্প শুষ্ক হয় বেশি আর ফলে আরও অয়েল বা সিবাম প্রোডাকশন শুরু করে।

২. চুল তেলতেলে হয়ে যাবার আরেকটা কারণ হলো চুলে যেসকল প্রোডাক্ট ব্যবহার করছেন, সেসকল প্রোডাক্টের উপাদানগুলো আপনার চুলে স্যুট না করা। তাই শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহারের পূর্বে ইনগ্রেডিয়েন্ট লিস্ট চেক করে নিচের চুলের চাহিদা অনুযায়ী ব্যবহার করুন। 

৩. স্ট্রেট চুলে কার্লি চুলের মত উৎপাদিত সেবমের সমানভাবে পুরো চুলে ছড়িয়ে পড়তে বাঁধা আসেনা। ফলে, চুলে তেলতেলে ভাব এসে যায় খুব সহজেই।

চুলের চিটচিটে ভাব কীভাবে নিয়ন্ত্রণ করতে পারেন?

১) শ্যাম্পু করার পরপরই চুল তেলতেলে হয়ে যাচ্ছে বলে রোজ শ্যাম্পু করলে তা চুলের জন্য ক্ষতি ডেকে আনবে। এতে স্ক্যাল্প শুষ্ক হয়ে গিয়ে স্ক্যাল্পের নিজস্ব তেলের ভাব ধুঁয়ে যায়। স্ক্যাল্প যাতে অতিরিক্ত শুষ্ক না হয়ে যায়, শরীর তার জন্য নিজস্ব প্রতিরোধ শক্তি ব্যবহার করে ত্বকে তেলের ক্ষরণ বাড়িয়ে তোলে।

আপনাকে যদি রোজ রাস্তায় বেরোতে হয় তবে সপ্তাহে এক দিন অন্তর অন্তর তিন দিন শ্যাম্পু করতে হবে যাতে চুল ভালো থাকে। সালফেট ফ্রি টি ট্রি অয়েল বা স্যালিসিলিক অ্যাসিড-যুক্ত শ্যাম্পু ব্যবহার করলে তা আপনার কেশের স্বাস্থ্যের জন্য ভালো।

২) শ্যাম্পু করার পর কন্ডিশনার মাখতে হবে মনে করে। না হলে চুল রুক্ষ হয়ে যাবে, আর্দ্রতা ধরে রাখার ক্ষমতাও থাকবে না। স্প্লিটেন্ডস দেখা দেবে সাথে।

কন্ডিশনার মাখারও নিয়ম অনুযায়ী তা ব্যবহার করা উচিত। কখনোই স্ক্যাল্পে মাখবেন না কন্ডিশনার। শ্যাম্পু করার পর স্ক্যাল্প বাদে চুলের আগা পর্যন্ত কন্ডিশনার লাগিয়ে মিনিট দুই তিনেক পর ভাল করে চুল ধুয়ে নিতে হবে।

৩) চুল আঁচড়ানোর সময়ে চুলের মধ্যে থাকা খুশকি, ধুলো বালি বা তেলতেলে পদার্থ চিরুনিতে আটকে যায়। পরিষ্কার চুলে আবার ওই চিরুনি ব্যবহার করলে আপনার চুলও অপরিষ্কার হবে তাড়াতাড়ি। তাই সপ্তাহে অন্তত এক বার চিরুনি পরিষ্কার করতে হবে।

PREV
click me!

Recommended Stories

পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি
রাতে মুখ খসখসে হলে সকালে ত্বক নরম করতে এইগুলি করুন, জানুন এক ঝলকে