Durga Puja: পুজোর মেকআপ করার আগে মাথায় রাখুন এই বিশেষ টিপস, বৃষ্টি হলেও ঘাঁটবে না মেকআপ

সাজের ক্ষেত্রে পুজো মেকআপ কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। কারণ মেকআপ ঘেঁটে গেলে পুরো সাজটাই মাটি। আজ রইল বিশেষ টিপস।

পুজো মানে প্যান্ডেল হপিং। কিংবা প্যান্ডেলে দীর্ঘক্ষণ বসে বন্ধুদের সঙ্গে আড্ডা। গোটা পুজো জুড়ে সকলের থাকে নানান পরিকল্পনা। কোন দিন কোন পোশাক পরবেন, কেমন করে সাজবেন সব আগে থেকে ছকে ফেলেন সকলে। এই সাজের ক্ষেত্রে পুজো মেকআপ কিন্তু, বেশ গুরুত্বপূর্ণ। কারণ মেকআপ ঘেঁটে গেলে পুরো সাজটাই মাটি। আজ রইল বিশেষ টিপস। পুজোর মেকআপ করার আগে মাথায় রাখুন এই বিশেষ টিপস, বৃষ্টি হলেও ঘাঁটবে না মেকআপ। দেখে নিন কোন উপায় মেকআপ হবে পারফেক্ট।

মেকআপ শুরুর আগে স্ক্রাবিং করে নিন। এতে রোমকূপের ভিতরে জমে থাকা সকল নোংরা বের হবে। আর সহজে মেকআপ বসে যাবে।

Latest Videos

তারপর ময়েশ্চরাইজার লাগান ত্বকে। তা না হলে মেকআপ করার পর ত্বক রুক্ষ্ম দেখাবে। ত্বকের উপযুক্ত ময়েশ্চরাইজার লাগিয়ে নিন।

এবার লাগান ফাউন্ডেশন। এবার পুজো বৃষ্টি হতে পারে তাই ওয়াটার প্রুফ ফাউন্ডেশন লাগাতে পারেন। তা ভালো করে ব্লেন্ড করে নিন। তা না হলে মেকআপ ফুটে উঠবে।

অবশ্যই কনসিলার ও কনটিউরিং ব্যবহার করুন। তা সঠিক ভাবে যাতে ব্লেন্ড করা যায় সেদিকে খেয়াল রাখুন। এতে ত্বকের সকল খুঁত ঢাকা সম্ভব।

মুখের মেকআপ হয়ে গেলে শুরু করুন চোখের মেকআপ। অবশ্যই ওয়াটার প্রুফ প্রোডাক্ট ব্যবহার করুন। এতে গরম বা বৃষ্টি কিছুতেই তা গলে যাবে না। মেনে চলুন এই টিপস।

শেষে করুন ঠোঁটের সাজ। পুজোর কোন দিনের জন্য সাজগোজ করছেন সে কথা মাথায় রেখে লিপস্টিকের শেড বেছে নিন। মেনে চলুন এই টিপস। এতে বৃষ্টি হলেও ঘাঁটবে না মেকআপ।

 

আরও পড়ুন

Parenting Tips: সন্তানের মোবাইল ফোনের নেশা ছাড়াতে, এই সহজ উপায়গুলি কাজে লাগান

Relationship Tips: স্ত্রীকে এই কথাগুলো একজন স্বামীর কখনও জানানো উচিত নয়

মার্কেটে এল Google Pixel ফোন ও ঘড়ি, এক ঝলকে দেখে নিন কী কী ফিচার্স আছে এই সকল ডিভাইসে

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ট্যাব কেলেঙ্কারিতে নয়া মোড়! এবার পুলিশের জালে দিনহাটার এক শিক্ষক, দেখুন | Bengal Tab Scam
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের