মেকআপ শুরু আগে মেনে চলুন এই বিশেষ টিপস। পারফেক্ট লুক পেতে চাইলে এই কয়টি পদ্ধতি অনুসকরণ করুন প্রথমে। তারপর মেকআপ করলে ত্বক দেখাবে আকর্ষণীয়।
শীতের মরশুমে একের পর এক নিয়ন্ত্রণ থেকেই যায়। কখনও পার্টির নিমন্ত্রণ। কখনও অনুষ্ঠান বাড়ি কিংবা কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা। এই সকল অনুষ্ঠানে যাওয়ার আগে কী পরবেন আর কীভাবে সাজবেন তা নিয়ে সকলেই থাকেন চিন্তিত। হাজার পরিকল্পনা করে সেই সকল প্রস্তুতি নিলেও সামান্য ভুলে সব ভেস্তে যেতে পারে। বিশেষ করে এমন সমস্যা হয় মেকআপের ক্ষেত্রে। যে কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে ধৈর্য ধরে মেকআপ করে থাকেন সকলে। কিন্তু, শেষ পর্যন্ত সামান্য ভুলে পুরো সাজটাই নষ্ট হয়ে যায়। এবার মেকআপ শুরু আগে মেনে চলুন এই বিশেষ টিপস। পারফেক্ট লুক পেতে চাইলে এই কয়টি পদ্ধতি অনুসকরণ করুন প্রথমে। তারপর মেকআপ করলে ত্বক দেখাবে আকর্ষণীয়।
সবার আগে ত্বক পরিষ্কার করার পালা। মেকআপ করার অন্তত ১৫ মিনিট আগে সঠিক ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিষ্কার করে নিন। রোমকূলে জমে থাকা সকল নোংরা দূর করুন। এতে মেকআপ সঠিকভাবে বসবে। রোমকূপে নোংরা জমে থাকলে মেকআপ করার পর তা ফুটে ওঠে। তাই সঠিক ক্লিনজার ব্যবহার করুন সবার আগে।
এবার করুন স্ক্রাবার। ত্বকের যত্নে স্ক্রাবিং করা প্রয়োজন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হয় এই স্ক্রাবিং এর গুণে। তাই মেকআপ শুরু আগে মরা চামড়া পরিষ্কার করে নিন। সঠিক স্ক্রাবার ব্যবহার করবেন। এতে মিলবে উপকার।
স্ক্রাবিং এর পর ব্যবহার করুন টোনার। টোনার ব্যবহারে ত্বকে পিএইচ মাত্রা ঠিক থাকবে। তা না হলে ত্বকে দেখা দেবে রুক্ষ্ম ভাব। মেনে চলুন এই বিশেষ টিপস। তাই স্ক্রাবিং এর পর অবশ্যই ব্যবহার করবেন টোনার। এতে মিলবে উপকার।
ময়েশ্চরাইজার ব্যবহার করুন। শীতের মেকআপ করার আগে ময়েশ্চরাইজার ব্যবহার করা আবশ্যক। তা না হলে ত্বকের রুক্ষ্ম ভাব থেকেই যাবে। তাই ত্বকে অবশ্যই ময়েশ্চরাইজার লাগান। ময়েশ্চরাইজার পুরো পুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শুরু করুন মেকআপ।
এতে একে প্রাইমার, কনসিলার লাগান। ত্বকে লাগান উপযুক্ত ফাউন্ডেশন। তেমনই পর পর চোখ ও ঠোঁটের মেকআপ করে নিন। তবে, শীতের সময় মেকআপ করতে ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। এতে মিলবে উপকার। সঠিক ভাবে মেকআপ ফুটিয়ে তুলতে হলে মেনে চলুন এই সকল বিশষ টিপস। মেকআপ শুরু আগে অবশ্যই করুন এই পাঁচ কাজ। মিলবে উপকার।
আরও পড়ুন-
সারাদিন বসে বসে কাজ স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক, হতে পারে মারাত্মক সব রোগ, জেনে নিন এড়ানোর উপায়
ভারতীয় নৌবাহিনীতে রয়েছে প্রচুর শূণ্যপদ, জেনে নিন বাছাই-সহ আবেদন করার সঠিক উপায়
রইল চার ধরনের লেবু চায়ের হদিশ, চায়ের গুণে দ্রুত কমবে বাড়তি মেদ, দেখে নিন কীভাবে