
উৎসবের দিনগুলিতে ক্যামিক্যাল প্রোডাক্ট ব্যবহার করার ফলে ত্বক আবার জেল্লা হীন হয়ে উঠেছে। তার ওপর সামনেই আসতে চলেছে শীতকাল। এই সময় ত্বক আরও রুক্ষ হয়ে যায়। এবার সেই রুক্ষতার হাত থেকে ত্বকের যত্ন নিতে পার্লারে যাওয়ার আর দরকার নেই । সামান্য একটি উপকরণ দিয়ে আপনি বাড়িতেই পেতে পারেন উজ্জ্বল ত্বক।
সপ্তাহে একদিন চকোলেট ফেসিয়াল ত্বককে টানটান ও উজ্জ্বল করতে পারে। কারণ ডার্ক চকোলেট বা কোকো পাউডার ত্বককে ময়েশ্চারাইজ করে এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট গুলি ত্বকের সজীবতা ফিরিয়ে আনে। ডার্ক চকোলেটের সঙ্গে অলিভ অয়েল ও ডিমের কুসুম মিশিয়ে একটি মাস্ক তৈরি করে মুখে লাগালে এটি ত্বককে শুষ্কতা থেকে রক্ষা করে এবং শীতকালেও ত্বককে সতেজ ও উজ্জ্বল রাখে। এছাড়া কোকো পাউডার এর সাথে যদি আপনি মধু এবং নারকেল তেল মিশিয়ে একটা প্যাক তৈরি করে মুখে রাব করেন তাহলেও আপনার ত্বক অনেক উজ্জ্বল হবে।
* ময়েশ্চারাইজিং: ডার্ক চকোলেটে এমন উপাদান থাকে যা ত্বককে গভীরভাবে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে, ফলে ত্বক নরম ও কোমল থাকে।
* অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ: চকোলেটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলোকে সজীব রাখে এবং পরিবেশগত ক্ষতির হাত থেকে ত্বককে রক্ষা করে।
* ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: এটি ত্বকের মৃত কোষ দূর করতে এবং নতুন কোষ তৈরি করতে সাহায্য করে, যা ত্বককে উজ্জ্বল ও সতেজ করে তোলে।
* ত্বক টানটান রাখে: চকোলেট ফেসিয়াল ত্বকের ইলাস্টিসিটি বাড়াতে সাহায্য করে, ফলে ত্বক টানটান ও তরুণ দেখায়।
* শুষ্কতা থেকে মুক্তি: শীতকালে বা অন্যান্য সময়ে ত্বক শুষ্ক হয়ে গেলে চকোলেট মাস্ক ত্বককে সতেজ করে তুলতে পারে।
কীভাবে বাড়িতেই চকোলেট ফেসিয়াল করবেন জানুন: প্রথমে একটি বাটিতে ১ টেবিল চামচ কোকো পাউডারের সঙ্গে ২ টেবিল চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে নিয়ে মুখে বৃত্তাকার ভঙ্গিতে ২ মিনিট ম্যাসাজ করুন। এরপর গরম জল দিয়ে ধুয়ে নিন। এবার ১ টেবিল চামচ ব্রাউন সুগার, ১ টেবিল চামচ কোকো পাউডার ও ২ টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে নিয়ে মিনিট পাঁচেক আলতো হাতে মুখে স্ক্রাব করুন। তারপর একটি পাত্রে ১ টেবিল চামচ কোকো পাউডার এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সেই প্যাকটি মুখে মেখে মিনিট ১৫রেখে দিয়ে ধুয়ে নিন। তারপরেই দেখবেন আপনার জেল্লাহীন ত্বকে জেল্লা ফিরে এসেছে।
সপ্তাহে একদিন এই প্রক্রিয়াটি অনুসরণ করলে ত্বক উজ্জ্বল ও টানটান থাকবে, এমনকি শীতকালেও।