সারা শীত জুড়ে লেগে থাকে খুশকির সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অধিকাংশ ঠিক করতে পারেন না। এই সমস্যা দূর করতে ব্যবহার করুন এই কয়টি প্যাক।
অ্যাপেল সিডার ভিনিগার
একটি পাত্রে জল নিন। তাতে দিন অ্যাপেল সিডার ভিনিগার। ভালো করে মিশিয়ে নিন। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
বেকিং সোডার প্যাক
খুশকি দূর করতে বেকিং সোডা লাগান। একটি পাত্রে বেকিং সোডা নিন। তাতে মেশান পরিমাণ মতো জল। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
নিম পাতার প্যাক
প্রথমে কয়েকটি নিম পাতা নিয়ে তা বেটে নিন। তাতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।
দই-র প্যাক
দইয়ের গুণে চুলের সমস্যা দূর হবে। একটি পাত্রে দই নিন। তা ফেটিয়ে নিন। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। দূর হবে খুশকি।
পিপারমেন্ট অয়েল
একটি পাত্রে পিপারমেন্ট অয়েল নিন। তা তুলোয় করে তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। দূর হবে খুশকি। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।