খুশকির সমস্যা দূর করতে আর দামি পণ্য নয়, ভরসা রাখুন ঘরোয়া টোটকার ওপর, রইল বিশেষ টিপস

শীতকালে খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে অ্যাপেল সিডার ভিনিগার, বেকিং সোডা, নিমপাতা, দই এবং পিপারমেন্ট অয়েলের মতো ঘরোয়া উপাদান ব্যবহার করে তৈরি প্যাকগুলি কার্যকরী। এই প্যাকগুলি স্ক্যাল্পে লাগিয়ে শ্যাম্পু করলে খুশকি দূর হয়।

সারা শীত জুড়ে লেগে থাকে খুশকির সমস্যা। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন তা অধিকাংশ ঠিক করতে পারেন না। এই সমস্যা দূর করতে ব্যবহার করুন এই কয়টি প্যাক।

অ্যাপেল সিডার ভিনিগার

Latest Videos

একটি পাত্রে জল নিন। তাতে দিন অ্যাপেল সিডার ভিনিগার। ভালো করে মিশিয়ে নিন। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২-৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

বেকিং সোডার প্যাক

খুশকি দূর করতে বেকিং সোডা লাগান। একটি পাত্রে বেকিং সোডা নিন। তাতে মেশান পরিমাণ মতো জল। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার। সপ্তাহে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

নিম পাতার প্যাক

প্রথমে কয়েকটি নিম পাতা নিয়ে তা বেটে নিন। তাতে মেশান নারকেল তেল। ভালো করে মিশিয়ে নিন। তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।

দই-র প্যাক

দইয়ের গুণে চুলের সমস্যা দূর হবে। একটি পাত্রে দই নিন। তা ফেটিয়ে নিন। স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। দূর হবে খুশকি।

পিপারমেন্ট অয়েল

একটি পাত্রে পিপারমেন্ট অয়েল নিন। তা তুলোয় করে তা স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। দূর হবে খুশকি। সপ্তাহে ২ দিন ব্যবহারে মিলবে উপকার।

 

Share this article
click me!

Latest Videos

বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar
বিজেপির সদস্য সংগ্রহের অভিযান! বেলেঘাটায় শুভেন্দুর পাশে জনতার ঢেউ | Suvendu Adhikari News Today
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
ছিঃ লজ্জা! CM মমতার অসন্মানজনক মন্তব্য! মমতার ভিডিও সামনে এনে শোরগোল ফেলে দিলেন Suvendu Adhikari
‘তৃণমূল বিজেপির কথা না ভেবে নিজেদের কথা ভাবুক’ বিস্ফোরক শমীক ভট্টাচার্য! দেখুন কী বললেন