Hair Tips: গরমে নিস্প্রাণ চুল হবে শাইনি ও নরম, ঘরোয়া হেয়ার সিরামেই মিলবে মুক্তি!

Published : May 14, 2025, 05:07 PM IST
hair care tips

সংক্ষিপ্ত

Hair Health Tips: গরমের ঠেলায় অস্থির জীবন! চুলের যত্ন নিতে ভুলছেন? এই গরমেও কীভাবে চুলের যত্ন নেবেন রইল কিছু সেরা উপায়। সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…     

Hair Health Tips: চুল হয়ে গেছে রুক্ষ, নিস্তেজ আর প্রাণহীন? কন্ডিশনার বা হেয়ার অয়েলেও মিটছে না উস্কখুস্ক ভাব! তবে এবার ভরসা রাখতে পারেন ঘরে বানানো হেয়ার সিরামে, যা শুধু চুলে প্রাকৃতিক জৌলুসই ফিরিয়ে আনবে না, বরং চুলে গভীর পুষ্টি পৌঁছে দেবে, মসৃণ ও নরম হবে চুল। বাজারে চলতি রাসায়নিক-ভর্তি শ্যাম্পু, কন্ডিশনার, তেল এমনি চুলের ক্ষতি করে। তার ওপর এই গরমে স্ক্যাল্পে ঘাম ধুলো জমে একেবারে চুল উঠে টাক পড়ার জো। তাই কেনা কোনো প্রসাধনীতে কাজ না দিলে ঘরে থাকা উপাদান দিয়েই বানিয়ে নিতে পারেন কার্যকর এই ৩টি হেয়ার সিরাম।

১. মধু ও দইয়ের হেয়ার সিরাম

চুলের প্রাকৃতিক আর্দ্রতা বজায় রাখতে মধু ও দই ভীষণ পুরোনো উপাদান।

১ টেবিল চামচ খাঁটি মধু

২ টেবিল চামচ টক দই

যেভাবে ব্যবহার করবেন : মধু ও দই ভালো করে মিশিয়ে চুলে লাগাতে হবে, মূলত স্ক্যাল্প ও চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করে এবার মাইল্ড কোনো শ্যাম্পু মাথা ডলে ভালো করে ধুয়ে ফেলুন। অন্তত সপ্তাহে ২-৩ দিন ব্যবহারে চুল হবে নরম, হাইড্রেটেড ও প্রাণবন্ত।

২. অ্যালোভেরা হেয়ার সিরাম

অ্যালোভেরার হাইড্রেটিং ও ঠান্ডা প্রভাব চুলে এনে দেয় কোমলতা ও উজ্জ্বলতা। মাথা ঠান্ডা থাকলে স্ট্রেস কম হবে, চুল ঝরবেও কম। এটি স্ক্যাল্পের প্রদাহজনক সমস্যা থেকে মুক্তি দেয়। Dandruff বা খুশকি কমাতে সাহায্য করে।

২ টেবিল চামচ টাটকা অ্যালোভেরা জেল

১ টেবিল চামচ জোজোবা তেল

যেভাবে ব্যবহার করবেন :

যোজবা তেল ও অ্যালোভেরা একসাথে মিশিয়ে ভেজা চুলে লাগাতে হবে, গোড়া থেকে আগা পর্যন্ত। ৩০ মিনিট রেখে তারপর হালকা গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন ভালো করে।

৩. নারকেল তেল ও বাদাম তেলের সিরাম

চুলে প্রাকৃতিক ঔজ্জ্বল্য ফেরাতে ও গভীরভাবে পুষ্টি দিতে এই তেলটিও অত্যন্ত কার্যকর। সিরাম হিসেবে ব্যবহার কিরিয়েই পারেন।

সম পরিমাণ নারকেল তেল ও বাদাম তেল

যেভাবে ব্যবহার করবেন :

নারকেল তেল ও বাদাম তেল দুটি মিশিয়ে উষ্ণ গরম করে নিতে হবে। এরপর চুলের মাঝামাঝি থেকে বা চুলের ঘাড়ের কাছের দৈর্ঘ্য থেকে আগা পর্যন্ত মেখে নিন এই তেল। হাতে সময় না থাকলে মাত্র কয়েক ঘণ্টা নাহলে সারা রাত রেখে দিন মেখে। পরে সকালে মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত নাহলে সপ্তাহে ২-৩ দিন ব্যবহারেই চুল হবে মসৃণ, শক্ত ও উজ্জ্বল। ব্যবহার করুন প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঘরোয়া হেয়ার সিরামগুলো, আর চুলের রুক্ষতা, নির্জীব ভাব আর জট ছাড়িয়ে আনুন ঘন ও ঝলমলে সৌন্দর্য।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

নতুন বছরে নতুন ট্রেন্ড, ওয়েস্টার্ন ছেড়ে স্যুটে দেখান সোয়াগ
শীতে রুক্ষ ত্বক থেকে বাঁচতে তেলই ভরসা, তাহলে স্নানের আগে বা পরে কখন মাখবেন জানুন