Skincare: নিয়ম মেনে ত্বক পরিষ্কার করছেন তো? রইল ক্লিনজার বানানোর টিপস

Published : May 10, 2025, 04:18 PM ISTUpdated : May 10, 2025, 04:21 PM IST
Popular Skincare Treatments of 2024

সংক্ষিপ্ত

Skincare: নিয়ম মেনে ত্বকের পরিচর্যা করতে গেলে প্রথমেই দরকার সঠিকভাবে ত্বক পরিষ্কার করার। এর জন্য আপনাকে নিজের ত্বকের ধরণ বুঝতে হবে। তৈলাক্ত, শুষ্ক না মিশ্র ত্বক রয়েছে খেয়াল করে দেখুন। সেই বুঝে প্রাকৃতিক উপায়ে ক্লিনজার ঘরেই বানাতে পারবেন আপনি।

Skincare: ত্বক ভালো রাখতে আপনি দামি প্রসাধনী ব্যবহার করতে পারেন ঠিকই, তবে ত্বকের জন্য সবচেয়ে জরুরি আপনি কীভাবে ত্বক পরিষ্কার রাখছেন। দামি প্রসাধনী ও মেকআপ ব্যবহার করলেই যে ত্বক সুস্থ থাকবে এমনটা নয়। গভীরভাবে ত্বক ক্লিনজিং করলে ব্রণ, ৱ্যাশ, তেল ময়লা পরিষ্কার করে উজ্জ্বলভাব বজায় থাকে। তবে আগে বুঝতে হবে আপনার ত্বক কী ধরনের? শুষ্ক? তৈলাক্ত? না মিশ্র প্রকৃতির? অর্থাৎ মুখের T zone আলাদা এবং মুখের চারপাশের অংশ আলাদা ধরনের। নিজের ত্বকের ধরন বুঝে দরকারে আপনি বাড়িতে বসেই বানিয়ে প্রাকৃতিক উপায়ে ফেলতে পারেন ক্লিনজার।

ভিন্ন ধরনের ত্বকের জন্য প্রাকৃতিক ক্লিনজার কীভাবে বানাবেন?

ক) তৈলাক্ত ত্বক

মুলতানি মাটি দিয়ে খুব সহজেই তৈলাক্ত ত্বক পরিষ্কার করা যায়। যা ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল করার জন্য যুগ যুগ ধরে ব্যবহৃত করে আসছে। ২ চা চামচ মুলতানি মাটিতে এক চিমটে কর্পূর গুঁড়ো দিয়ে, জল দিয়ে মিশ্রণ বানিয়ে নিন। মুখ ধুঁয়ে ভেজা ত্বকে ভালো করে মাসাজ করে ধুয়ে ফেলুন।

খ) কম্বিনেশন ত্বক (মিশ্র ত্বক)

১. পেঁপে কুচি করে কেটে বা ক্রেশে ঘষে, ওটমিল এবং সামান্য দুধ মিশিয়ে নিন। মুখে এবং ঘাড়ে মাসাজ করে মেখে জল দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হবে ত্বক। রোদে পোড়া, কালো দাগ দূর করতে সাহায্য করে পেঁপেতে থাকা এনজাইম।

২. তৈলাক্ত বা কম্বিনেশন ত্বক হলে, রাতে বাড়ি ফিরে রোজ ২ টেবিল চামচ দই নিয়ে, মুখে ভালো করে মেখে মুখ ধুয়ে ফেললে উপকার মিলবে।

৩. তৈলাক্ত এবং মিশ্র ত্বক পরিষ্কার করতে স্ট্রবেরি ব্যবহার করতে পারেন। ৩ থেকে ৪টি চটকে বা বেটে নেওয়া স্ট্রবেরি মুখে মাখলে পরিষ্কার হবে মুখ। ঔজ্জ্বল্য ফিরবে ও কোমল হবে ত্বক।

গ) শুষ্ক ত্বক মেকআপ করলে বা বেশি রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহারে ত্বক শুষ্ক হয়ে যায়। 

অনেক সময় মেকাপের পর মুখে টান ধরে, ফেটে যায় ত্বক। সেক্ষেত্রে কী কী উপায় অবলম্বন করা যায়?

১. ১০ চা চামচ আমন্ড অয়েল, অলিভ অয়েল নিন ১০ চা চামচ, তাতে অর্ধেক লেবুর রস মিশিয়ে, মিশ্রণটি একটি বোতলে ভরে সংরক্ষণ করা যায়। রোজ ১ চা চামচ ওই মিশ্রণের সঙ্গে কমলালেবুর খোসার গুঁড়ো মিশিয়ে, সারা মুখে (চোখের খুব কাছে মাখবেন না) আলতো করে মেখে নিন। কিছুক্ষণ পর ভালো করে ম্যাসাজ করে ধুঁয়ে নিন। ত্বকের ক্লিনজ়ার এবং এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে এটি।

২. একটা ঠান্ডা টম্যাটোর অর্ধেকটা কেটে নিয়ে একটি অংশ মুখে ঘষে নিন। এই গরমে ত্বক পরিষ্কার করার পাশাপাশি মুখের পরস্ গুলি সঙ্কুচিত করতে সাহায্য করে টম্যাটো। ত্বক কোমল ও টানটান হয়।

৩. শুষ্ক ত্বকে বেসনের সঙ্গে দুধ মিশিয়ে মাসাজ করুন, তবে বেশিক্ষণ মেখে রেখে দেবেন না। বেসনের সঙ্গে টক দই মিশিয়ে মাখলেও তৈলাক্ত এবং মিশ্র ত্বক পরিষ্কার ও ভালো রাখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Benefits of Turmeric: ত্বক থেকে স্বাস্থ্য এবং ভাগ্য ফেরাতে হলুদের উপকারিতা জানুন
২০২৫-এ ফ্যাশনে নতুন ট্রেন্ড! মহিলাদের জন্য সেরা সালোয়ার স্যুট