
গরমকালে রোদ, ধুলো ময়লা, স্যান্ডেল বা ভুল জুতো পরায় পায়ে কালো দাগ হয়ে যায় হামেশাই। যার ফলে নষ্ট হয় পায়ের সৌন্দর্য। নিয়মিত পা ধুয়ে পরিষ্কার করলেও যায় না এইসব দাগ ছোপ। অনেকেই নিয়মিত পার্লারের দারস্ত হন অথবা ঘরেই বাজারজাত ফুট কেয়ার প্রসাধনী ব্যবহার করেন, কিন্তু তাতেও ফল মেলেনা খুব একটা। কারণ এইসব দাগ শুধুমাত্র ত্বকের ওপরিভাগে নয়, ত্বকের গভীর পর্যন্ত ছড়িয়ে থাকে। এতে ত্বক তার প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। ফলে স্টাইলিশ জুতোর বদলে সবসময় ঢাকা জুতো বা মোজা পড়ে ঘুরতে হয়।
এই সমস্যার সমাধানে বাজারচলতি কেমিক্যালযুক্ত প্রোডাক্টের চেয়ে অনেক বেশি কার্যকর হতেনপারে ঘরোয়া টোটকা। লেবু, চিনি, দই ও হলুদের মতো প্রাকৃতিক উপাদানগুলো ত্বকের ট্যান দূর করতে, মৃত কোষ তুলে ফেলতে এবং ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। কীভাবে ব্যবহার করবেন উপায় রইলো এশিয়ানেটের পাতায়।
১। লেবু এবং চিনি স্ক্রাব
লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড ও ভিটামিন C ট্যানিং হালকা করতে সাহায্য করে। চিনি এক্সফোলিয়েট হিসেবে কাজ করে, মৃত কোষ দূর করে ত্বক উজ্জ্বল করে তোলে।
ব্যবহারবিধি
* একটি পাত্রে ১ চামচ চিনি ও ১ চামচ লেবুর রস নিন।
* ভালোভাবে মিশিয়ে নিন।
* এই মিশ্রণটি পায়ের আঙুলে লাগিয়ে ৫ মিনিট হালকা হাতে ঘষুন।
* হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
* সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন।
২। দই এবং হলুদের প্যাক
দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বক এক্সফোলিয়েট করে, আর হলুদ প্রদাহ-নিবারক উপাদান হিসেবে কাজ করে, ফলে দাগ হালকা হয়।
ব্যবহারবিধি
* ২ চা চামচ টক দই নিন।
* আধা চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে পেস্ট তৈরি করুন।
* আঙুলে লাগান এবং শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।
* সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।
সতর্কতা
যেকোনো ঘরোয়া প্রতিকার ব্যবহারের আগে অবশ্যই ত্বকে প্যাচ টেস্ট করুন এবং প্রয়োজনে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন, বিশেষ করে যদি আপনার সংবেদনশীল ত্বক থাকে।