
ত্বক নিয়ে নানান সমস্যা লেগে থাকে। বিশেষ করে বর্ষার সময় বাড়ে সমস্যা। বর্ষায় ব্রণ থেকে শুরু করে অধিক তেলা ভাব। সঙ্গে কালো প্যাচের সমস্যা দেখা দেয়। তেমনই বর্ষার সময় কারও ত্বকে বাড়ে চুলকানির সমস্যা। এছাড়া সব সময় লেগে থাকে বলিরেখার সমস্যা। মুখের বলিরেখা, রেখা এবং ত্বক ঝুলে যাওয়ার মতো বার্ধক্যের লক্ষণগুলি প্রতিরোধ করতে সাহায্য করে এমন কিছু ফেস প্যাক সম্পর্কে জানুন।
এক
একটি ডিমের সাদা অংশ, এক চা চামচ দই এবং এক চা চামচ মধু একসাথে ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে এবং ঘাড়ে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
দুই
অ্যালোভেরা জেল এবং দুই চা চামচ ওটস একসাথে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে লাগান। ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
তিন
এক চা চামচ অ্যালোভেরা জেল এবং দুই চা চামচ মধু একসাথে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে লাগান। আধ ঘন্টা পর মুখ ধুয়ে ফেলুন।
চার
চার চামচ পেঁপে বেটে তার সাথে তিন চামচ মধু মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
পাঁচ
একটি পাকা কলা বেটে তার সাথে এক চা চামচ মধু মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ছয়
দুই চা চামচ কফি নারকেল তেলে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণটি মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।]
সাত
বেসন ও টক দই
প্যাক বানান বেসন ও টক দই দিয়ে। পাত্রে পরিমাণ মতো বেসন নিন। এবার তাতে মেশান টক দই। প্রয়োজনে সামান্য হলুদ বাটাও দিতে পারেন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। মিলবে উপকার।