চুল পড়ার সমস্যায় ভুগছেন ! তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে সিরাম

Published : Sep 08, 2025, 07:04 PM IST
hair fall

সংক্ষিপ্ত

কম বেশি চুল পড়ার সমস্যা আমাদের সকলেরই আছে। তাই খুব অল্প সময়ে বানিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে চুলের সিরাম।

চুল পড়া আমাদের খুবই একটা বিরল সমস্যা। বস্তুতপক্ষে চুল পড়া সমস্যাটা আসে হয়তো বা জেনেটিক আর না হয় জলের ওপর অনেকাংশে নির্ভর করে। এছাড়া স্বাস্থ্যর অবনতি যেমন পেটের গোলমাল থেকেও বা হজম শক্তি খর্ব হওয়ার কারণে ও চুলের উপরে গুরুতর প্রভাব ফেলতে পারে। যার ফলে শুধুমাত্র বর্ষাকালই নয় সারা বছরই কমবেশি করে চুল পড়া সমস্যা থাকতে পারে।

এছাড়া অত্যধিক মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাওয়াদাওয়ার অভ্যাস, রাসায়নিকের ব্যবহার ও দূষণের বাড়বাড়ন্ততার কারণেও চুলের ক্ষতি হতে পারে।চুল পড়া কেবল নয়, অকালে চুল পড়ার সমস্যাতেও জেরবার অনেকে।

এখন মনে হতেই পারে, চুলের জন্য এত রকম প্রসাধনী ব্যবহার করেও কেন লাভ হচ্ছে না, বা তা হলে কি যত্নে খামতি থাকছে কোথাও এটা আমদের ম9নে হতেই পারে। আসল ব্যাপার হল, চুলের যত্নে ঠিক যা যা করা দরকার, তা সঠিক ভাবে করেন না অনেকেই। চুল পড়া বন্ধ করতে অত্যধিক রাসায়নিক দেওয়া প্রসাধনী নয়, ঘরে তৈরি করা সিরামই যথেষ্ট। ভাবছেন কী ভাবে বানাবেন তাই তো ? তাহলে জেনে নিন তার সঠিক পদ্ধতি।

এটা নিশ্চয়ই সবাই জানেন যে সিরাম তেলের মতো ঘন নয়, আবার জলের মতো পাতলাও নয়। একেবারে গোড়ার দিকে সিরাম ব্যবহার করা হত চুল জটমুক্ত করার জন্য। তবে এখন চুলের নানা ধরনের সমস্যা সমাধানেও ব্যবহার করা হয় সিরাম। হেয়ার সিরাম চুলে মেখে নিলে রুক্ষ চুল নরম ও মসৃণ হবে। সূর্যের অতিবেগনি রশ্মি থেকেও চুলকে বাঁচাতে পারে এই সিরাম।তাই সিরাম লাগান চুলে।

এছাড়া কোরিয়ান সিরাম বানাতে পারেন আপনার চুলের জন্য। যেনন ১ চামচ অ্যালো ভেরা জেল, ১ চামচ চাল ভেজানো জল, ৪-৫ ফোঁটা রোজমেরি অয়েল, ১ চামচ গ্লিসারিন নিতে হবে। সমস্ত উপকরণ খুব ভাল করে মিশিয়ে একটি পরিষ্কার কাচের শিশিতে রেখে দিন। শ্যাম্পু করা চুল শুকিয়ে যাওয়ার পর ড্রপারের সাহায্য মাথার ত্বকে কয়েক ফোঁটা দিয়ে মৃদু চাপ দিয়ে তা মালিশ করতে হবে। চুলের উপর যেন সিরামের পরত লেগে থাকে।

এরপর বানাতে পারেন গ্রিন টি-অ্যালো ভেরার সিরাম। প্রথমে গ্রিন টি বানিয়ে নিন। এক কাপ মতো চা বানিয়ে ঠান্ডা হতে দিন। এ বার তাতে ২ চা-চামচ অ্যালো ভেরা জেল ও ১ চামচ মধু মিশিয়ে ভাল করে নাড়ুন। মিশ্রণ সুন্দর জেলের মতো হবে। শ্যাম্পু করার পরে চুল শুকনো করে মুছে নিয়ে এই সিরাম মাখতে পারেন। এতে চুল রুক্ষ হবে না। চুল পড়াও বন্ধ হবে।এটা হলো গ্রীন টি সলিউশন।

আর একধরনের সিরাম বানাতে পারেন আপনারা যেটা হলো পেঁয়াজের রস-অলিভ অয়েলের সিরাম। পেঁয়াজ বেটে রস বার করে নিন। এ বার দু’চামচ পেঁয়াজের রস, ১ চামচ অলিভ অয়েল আর ১ চামচ মধু ভাল করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। সপ্তাহে দুই থেকে তিন বার এই সিরামেই বাড়বে চুলের ঔজ্জ্বল্য। চুলের গোড়া মজবুত হবে, চুল পড়ার সমস্যাও কমবে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি