Child Dressup: আপনার শিশুকে পুজোয় কিভাবে সাজাবেন ভেবেছেন কী? তাহলে মাথায় রাখবেন এই জরুরি কয়েকটি বিষয়

Published : Sep 12, 2025, 11:50 PM IST
Child Dressup: আপনার শিশুকে পুজোয় কিভাবে সাজাবেন ভেবেছেন কী? তাহলে মাথায় রাখবেন এই জরুরি কয়েকটি বিষয়

সংক্ষিপ্ত

Child Dressup: এই দুর্গা পুজোয় আপনি আপনার ক্ষুদেটিকে কি করে সাজাবেন এবং কি কি সাবধানতা অবলম্বন করবেন জেনে নিন।

Child Dressup:  পুজো আসন্ন প্রায়। আমার তোমার সবার এমন কি ব্যক্তি বর্ণ জাতি মানে না এই দুর্গাপূজা। পুজোর চারটে দিন ষষ্ঠী থেকে দশমী হয় হৈ হুল্লোর করে কেটে যায়। মা আসছেন আসছেন তার আগে এটাই অনেক আনন্দের থাকে। মায়ের আগমনে ছোট ছোট শিশুদের থেকে শুরু করে বয়স্করাও পর্যন্ত এই পূজোতে মাতোয়ারা হয়ে যায়। এই ছোটদের কিভাবে সাজাবেন এবং তাদের আনন্দে আপনারাও সামিল হতে পারবেন সেদিকে ভেবেছেন কি?

আদরের ছোট্টটিকে মনের মতো করে সাজাতে চান সব বাবা মায়েরাই। পুজোর পাঁচটা দিন আশ মিটিয়ে সেই শখ পূরণের সুযোগ মেলে। তাই পুজোয় ‘ঠাকুর দেখতে যাওয়ার’ জন্য ছেলেমেয়ের সাজগোজ কেনাকাটার পর্ব অনেক আগে শুরু হলেও শেষ হতে চায় না কিছুতেই। ভাল দেখতে জামা হঠাৎই চোখে পড়লে সেটি সন্তানের জন্য কিনে নিয়ে বাড়ি ফেরেন বাবা-মা। তবে আবেগে ভেসে কেনাকাটা করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখতে ভুলবেন না। এমনকি, উৎসবের দিনগুলিতে সন্তানকে সাজানোর সময়েও কিছু কথা মনে রাখা দরকার। যেমন পোশাক-আশাকের ক্ষেত্রে শিশুদের জন্য একটু নরম একটু হালকা জামাকাপড় খুবই প্রয়োজন যাতে পুজো কালের দিনে ভিড়ভাট্টার মধ্যে তারা আরাম পায়।

তাহলে সেক্ষেত্রে পোশাক নির্বাচনের ক্ষেত্রে কি করবেন জেনে নিন

* সুতির মতো নরম এবং আরামদায়ক কাপড়ের পোশাক বেছে নিন। সিন্থেটিক বা শিশুর শরীরে অস্বস্তিদায়ক হতে পারে বা হওয়া চলাচলে বাধা সৃষ্টি করে, এমন কাপড় এড়িয়ে চলুন। শিশুর ত্বক স্পর্শকাতর হয়, অস্বস্তিকর কাপড়ে ঘষা লেগে জ্বালা করতে পারে। বেরোতে পারে র‍্যাশও।

* আবহাওয়ার কথা মাথায় রেখে সাজান। যদি সকালে চড়া রোদ থেকে বাইরে, তবে সবচেয়ে হালকা আর নরম জামা পরান। বৃষ্টি হলে বা আবহাওয়া ঠান্ডা হলে লেয়ার্ড পোশাক পরাতে পারেন। তবে সে ক্ষেত্রেও পোশাক সুতির হলেই ভাল বা এমন কাপড়, যাতে শরীরে হাওয়া চলাচল করে।

* পোশাক যেন শিশুর শরীরের আকারের সঙ্গে মানানসই হয়। খুব আঁটসাঁট বা ঢিলেঢালা পোশাক পরাবেন না, তাতে শিশুর চলাফেরায় অসুবিধা হতে পারে।

এটা শিশুদের জন্য তাদের নিত্যনতুন সাজে জিনিস তো আছেই। তাহলে সেখানে কি করে সাজাবেন তাদের:

* মেকআপ: শিশুদের ত্বকে খুব বেশি মেকআপ ব্যবহার করা উচিত নয়। যদি মেকআপ ব্যবহার করতেই হয়, তবে ওয়াটার বেসড এবং হাইপোঅ্যালার্জেনিক প্রসাধনী ব্যবহার করুন।

* গয়না: কানের দুল, চুড়ি বা পুঁতির মতো ছোটখাটো গয়না ১-৫ বছর বয়সিদের না পরানোই ভাল। কারণ ওই ধরনের জিনিস শিশুরা মুখে দিতে পারে, যা থেকে দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে। যদি গয়না পরাতেই হয়, তবে এমন গয়না বাছুন, যা নিরাপদ এবং সহজে খুলে ফেলা যায়।

* চুলের সাজ: ছোটদের চুলের সাজের নানা রকম জিনিস পাওয়া যায় বাজারে। দেখে কিনতে ইচ্ছে হলেও কয়েকটি বিষয় খেয়াল রাখুন। নরম ব্যান্ড বা ক্লিপ ব্যবহার করুন। হেয়ারব্যান্ড পরালেও নরম কাপড়ের বেছে নিন। খুব আঁটসাঁট করে চুল বাঁধবেন না, কারণ এতে শিশুর মাথায় ব্যথা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Fashion Tips: সৌন্দর্যের শর্টকাটে বিপদ? ভুল ফিলারে বিকৃত হচ্ছে মুখ, ঝুঁকি দৃষ্টিশক্তিতেও
ক্রিসমাস ২০২৫-এর ড্রেসিং করে তুলুন পারফেক্ট, পরুন মিনিম্যাল জুয়েলারি