
Skincare Tips: পুজো মানেই সাজগোজ। পুজো মানেই নতুন পোশাক-আশাক। পূজো মানেই বেজায় আড্ডা। পুজো মানেই ঘোরাফেরা প্যান্ডেলে বসা, ঠাকুর দেখতে বেরোনো, বন্ধু বান্ধবের সাথে মজা করা, আত্মীয় পরিজনের সাথে সময় কাটানো। পুজোর আর মাত্র কটা দিন বাকি।পুজোর গন্ধে ম ম করছে চারপাশ। পছন্দের পোশাকের সঙ্গে মানানসই গয়নাগাটি পড়া। সঙ্গে রূপটান তো আছেই। কিন্তু উৎসবের আবহে ত্বকে চাই বাড়তি জেল্লা।
অনেকে নায়ক নায়িকাদের মত তাদের ত্বক এবং চুলের যত্ন করতে চান এবং ঠিক সেরকমই সৌন্দর্যতা বাড়ুক স্বপ্ন দেখেন। তবে সেক্ষেত্রে মেকআপ-এর সামগ্রী ব্যবহারের প্রভাব যেন ত্বকে না পড়ে। লক্ষ রাখা জরুরি সে দিকেও। তার জন্য পুজোর আগে আলাদা রূপরুটিন মেনে চলা প্রয়োজন।
ত্বক যত্নে রাখবে, এমন কয়েকটি উপাদান রোজ ব্যবহার করুন। এতে ত্বকের জেল্লাই শুধু বাড়বে না, ভিতর থেকে তা সজীবও থাকবে।ত্বক ভিতর থেকে সুন্দর রাখতে নামীদামি সংস্থার প্রসাধনী ব্যবহার করতে হবে, এমনটা কিন্তু নয়। ঘরোয়া উপকরণ দিয়ে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়া যেতে পারে। পুজোর আগে ত্বক পরিচর্যার রুটিনে ৫টি ধাপ যোগ করলেই, পুজোর আগে বিউটি পার্লারে না গিয়েও পেতে পারেন জেল্লাদার ত্বক।
আসুন এখন আলোচনা করা যাক কিছু বিউটি টিপস যেগুলি ধাপ অনুযায়ী প্রতিদিন করতে শুরু করলে আপনার ত্বকও উজ্জ্বল এবং মসৃণ হয়ে উঠবে।
যেমন ধরুন মেকাপের শুরুতে আগে করা দরকার ক্লিনজিং। মুখ পরিষ্কার করতে সবার আগে জলের সঙ্গে মধু মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি স্প্রে বোতলে ভরে মুখে স্প্রে করুন। আলতো হাতে মুখে মালিশ করুন। এ বার জল দিয়ে মুখ ভাল করে ধুয়ে নিন। সুতির কাপড়ে মুখ মুছে নিন। মধু ব্রণর সমস্যা সমাধানে উপকারী, এবং ত্বকে সংক্রমণ ঠেকাতেও কার্যকর। এ ছাড়া এই প্রাকৃতিক ক্লিনজ়ার ত্বককে নরমও রাখে।
এরপর গোলাপ জল দিয়ে একটা বানিয়ে নিতে পারেন টোনার। গোলাপজল কিংবা ঠান্ডা করা গ্রিন টি তুলোয় ভিজিয়ে সারা মুখে আলতো হাতে বুলিয়ে নিন। গোলাপজল ওপেন পোরসে্র সমস্যা থেকে রেহাই দিতে পারে, ত্বকে জেল্লাও আনে। আর গ্রিন টি সংক্রমণ ঠেকাতে সাহায্য করে।
এরপর লাগাতে হবে ত্বকে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজিং করলে বানান এই প্রাকৃতিক উপায় ময়শ্চারাইজার। নারকেল তেল বা আমন্ড অয়েল কিন্তু প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ার হিসাবে কাজ করে। অল্প মাত্রায় এই তেল নিয়ে সারা মুখে আলতো হাতে মেখে নিন। নারকেল তেল বা আমন্ড অয়েল ত্বকে জেল্লা আনতে সাহায্য করে। ত্বককে নরম আর আর্দ্র রাখে।
এছাড়া অ্যালোভেরা জেল আর হলুদ গুঁড়ো মিশিয়ে ঘরোয়া উপায়ে সানস্ক্রিন বানিয়ে ফেলতে পারেন। সূর্যের অতিবেগনি রশ্মির হাত থেকে রেহাই পেতে পারবেন অতি সহজেই।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।