
পুজো তো এসেই গেল প্রায় । এই সময় পুজোর আগে থেকেই রূপ চর্চা, চুলের যত্ন নেওয়া, ত্বকের যত্ন শুরু হয়ে যায় প্রতেকটা মেয়েদের । তাই জন্য পুজোর আগে রূপচর্চায় একটু বেশিই নজর দিতে হয়। তা ত্বক হোক বা চুল।
পুজো মানেই সাজগোজের সম্ভার। পুজো মানে ই ত্বকের পরিচর্যা চুলের পরিচর্যা দরকার। পুজোর সন্ধ্যায় এক একরকমের পোশাকের সঙ্গে মানানসই হেয়ারস্টাইল যেমন মাস্ট তেমনই কিন্তু পুজোর আগে চুলের বাড়তি যত্ন নেওয়াও মাস্ট। আর তাই এক্ষেত্রে ত্বকের পাশাপাশি চুলের যত্নেও আপনি ব্যবহার করতে পারেন গোলাপ জল। কীভাবে ব্যবহার করবেন এবং কী উপকার পাবেন জেনে নিন।
গোলাপ জল ত্বকের পক্ষেও যেরকম উপকারী, চুলের ক্ষেত্রেও প্রচন্ড উপকারী। গোলাপ জল চুলকে হাইড্রেটেড রাখে। চুলে আদ্রতা ধরে রাখতেও সাহায্য করে তাই চুলকে হাইড্রেটেড রাখতে গোলাপ জল ব্যবহার করতে পারেন। চুলে রোজ তেল মাখার সুযোগ না থাকলে সেক্ষেত্রে গোলাপ জল ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে ফ্রেশ মিস্ট তৈরি করে ব্যবহার করতে পারেন।
গোলাপ জল ত্বকের সঙ্গে সঙ্গে চুলের জন্য যদি একটা মিস্ট বানিয়ে নিতে পারেন তাহলে তা খুবই উপকারী হবে।কয়েক চামচ নারকেল তেল, একসঙ্গে মিশিয়ে মিস্ট বানিয়ে একটি স্প্রে বোতলে ভোরে ফ্রিজে রেখে দিন। প্রতিদিন স্নান করতে যাওয়ার আগে এই মিস্ট ব্যবহার করুন। বিশেষ করে পুজোর আগে এই কদিন নিয়ম মেনে এই মিস্ট ব্যবহার করলে বিশেষ উপকার পাবেন। শ্যাম্পু করার পর চুলে হেয়ার সিরাম ব্যবহার করার অভ্যাস থাকলে সেক্ষেত্রেও এই হেয়ার মিস্ট সিরাম হিসাবে ব্যবহার করতে পারেন।