পুজোয় দেদার ঘোরাফেরার মধ্যে চুলের একটু যত্ন নিতে হলে বাড়িতে বানিয়ে ফেলুন রোজমেরি হেয়ার সিরাম

Published : Sep 23, 2025, 09:43 PM IST
haircare tips using curry leaves for rapid hair growth

সংক্ষিপ্ত

চুলের রুক্ষতা এবং চুল পড়ার সমস্যা দূর করতে বাড়িতে বসে কিভাবে রোজমেরি হেয়ার সিরাম বানাবেন দেখে নিন তার পদ্ধতি।

সারা বছর রোদে জলে বাইরে ঘুরে ঘুরে অফিস কাচারি করা অন্যান্য কাজে ব্যস্ত থাকা সব কিছুর মধ্যেই আমাদের চুলের দিকে নজর দেওয়া আর হয় না। কিন্তু যখন আমরা লক্ষ্য করি তখন দেখি আমাদের চুল অধিকাংশই রুক্ষ হয়ে যায় এবং চুল পড়া অধিকতর বেড়ে যায়। আর তাছাড়া পূজো এসে গেছে। পুজোর সামনে আমরা সকলে কমবেশি করে শরীরের যত্ন করা ত্বকের যত্ন করা এবং চুলের যত্ন করতে আমরা পিছপা হই না।

প্রতি দিন ৫০ থেকে ১০০টি চুল পড়া স্বাভাবিক। কিন্তু কোনও কারণে যদি চুল ঝরে পড়ার মাত্রা তার চেয়ে বেশি হয় বা ঝরে পড়া চুলের জায়গায় নতুন চুল যদি না গজায়, তখনই তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তাই পুজোয় সারাদিন রোদে জলে যেভাবে ঘুরুন না কেন সেক্ষেত্রে চুলের প্রোটেকশন তো একটা দরকার। প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখবেন অনেকেই। দিনভর ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে, ত্বক ও চুলের দিকে নজর দিতেই হবে। ভ্যাপসা গরমে ঘেমে অথবা বৃষ্টিতে ভিজে চুলের দফারফা হবে। আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে উঠবে। তাই ব্যাগে বাজারচলতি হেয়ার জেল না রেখে বরং রেখে দিন বাড়িতে তৈরি রোজমেরি হেয়ার সিরাম। সেই জন্য বাড়িতেই বানিয়ে দেখুন রোজমেরি হেয়ার সিরাম।

* রোজমেরি হেয়ার সিরাম কী ভাবে বানাবেন?

উপকরণ:

* আধকাপের মতো নারকেল তেল বা অর্গান অয়েল নিন।

* শুকনো রোজমেরির পাতা এক চামচ।

* রোজমেরি এসেনশিয়াল অয়েল ১০-১৫ ফোঁটা।

* একটি ছোট কাচের বোতল, ড্রপার-সহ।

প্রণালী:

ক্যারিয়ার তেল অর্থাৎ, নারকেল তেল বা অর্গ্যান অয়েল হালকা গরম করে নিন। তাতে মেশান রোজমেরির শুকনো পাতা। আঁচ কমিয়ে পাতা ফুটতে দিন। এতে পাতার নির্যাস মিশে যাবে তেলে। এর পরগ্যাস বন্ধ করে তেল ঠান্ডা হতে দিন। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে তাতে রোজমেরি এসেনশিয়াল অয়েল মেশান। এ বার তেল ছেঁকে কাচের বোতলে ভরে নিন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি
রাতে মুখ খসখসে হলে সকালে ত্বক নরম করতে এইগুলি করুন, জানুন এক ঝলকে