মাথায় চিরুনি ছোঁয়ালেই উঠে আসছে মুঠো মুঠো চুল। এই সমস্যার প্রতিকার পেতে এখন থেকেই চুলের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান হোন। মেনে চলুন কিছু টিপস।
27
নিয়মিত শ্যাম্পু করুন চুলে
আপনার চুল পরিষ্কার রাখা খুবই জরুরি। সপ্তাহে অন্তত ২-৩ বার শ্যাম্পু ব্যবহার করুন। গরম জল ব্যবহার করা এড়িয়ে চলুন, কারণ এটি চুলকে শুষ্ক করে দেয়।
37
চুলে ভালো করে তেল ম্যাসাজ করুন
চুলের গোঁড়ায় নিয়মিত তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল মজবুত হয়। নারকেল তেল, আমলা তেল বা ভৃঙ্গরাজ তেল ব্যবহার করতে পারেন। দরকার পড়লে আপনি নিজেও বাড়িয়ে ঘরোয়া উপকরণ দিয়ে তেল বানিয়ে নিতে পারেন।