ত্বক উজ্জ্বল করে আমরা কতরকম জিনিস ব্যবহার করে থাকি। কিন্তু সবরকম প্রসাধনী জিনিস ব্যবহার করা ত্বকের জন্যও মোটেও ভালো নয়। এই গরমে কীভাবে ত্বকের যত্ন নেবেন রইল টিপস। ঘরোয়া উপায়েই সেরে ফেলুন ত্বকের পরিচর্যার কাজ।
28
ত্বকের যত্নে মসুর ডাল
অত্যন্ত সহজ পদ্ধতিতে বানানো এই প্যাকটি নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয়। মসুর ডাল সারারাত দুধের মধ্যে ভিজিয়ে রেখে পরেরদিন সকালে পেস্ট বানিয়ে মুখে লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
38
ত্বকের বলিরেখা দূর করে মসুর ডাল
আরেকটি পদ্ধতি হলো, সারারাত ডালটি ভিজিয়ে রেখে এর পেস্টের সঙ্গে ১ চামচ কাঁচা দুধ এবং পরিমাণমত আমন্ড অয়েল মিশিয়ে নিন, তারপর মিশ্রণটিকে ভালোভাবে মুখে লাগিয়ে অন্তত ১৫-২০ মিনিট পর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।
১ চামচ মসুর ডাল বাটার সঙ্গে ২ চামচ দুধ, অল্প পরিমাণ হলুদ এবং ৩ ফোঁটা নারকেল তেল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এবার এই মিশ্রণটি সারা মুখে লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন, কিছুক্ষণ পর মুখ ধুয়ে নিন।
58
ত্বক সতেজ রাখে
টক দই, মধু ও মসুর ডাল বাটা দিয়ে একটি প্যাক বানিয়ে নিন। এবার এটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করে জল দিয়ে মুখ পরিষ্কার করে ফেলুন।
68
বলিরেখা দূর করে
কাঁচা হলুদ, মসুর ডাল বাটা ও দুধের সর মিশিয়ে একটি প্যাক বানান এবং মুখে ও গলায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। তবে উপকার পাওয়ার জন্য এটি নিয়মিত প্রয়োগ করতে হবে।
78
রোদে পোড়া ভাব কমায়
মসুর ডাল বাটা, হলুদ ও মধু একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। রোদে পোড়া ভাব কমে যাবে। ত্বকে ফিরে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা। তাহলে আর দেরি কেন? আজ থেকেই শুরু করে দিন এই প্যাক লাগানোর কাজ।
88
ব্রণ প্রতিরোধ করে
২ টেবিল চামচ মসুর ডাল বাটার সঙ্গে ৪-৫ চা চামচ গোলাপ জল মিশিয়ে নিন এবং মুখে লাগিয়ে রাখুন। এটি ব্রণ হওয়ার প্রবণতা দূর করে। ফলে ত্বক থাকে টানটান ও উজ্জ্বল।