
Natural Blush making at home: আজকাল Nude বা No Makeup লুকের চল বেশি। তবে প্রাকৃতিক না হলেও কৃত্রিমভাবে গাল লাল-গোলাপি না করলে, সাজ যেন অসম্পূর্ণ থেকে যায়। তবে বাজারচলতি ব্লাশে থাকা রাসায়নিক উপাদান অনেক সময় ত্বকে র্যাশ, অ্যালার্জি, ব্রণ ইত্যাদি সমস্যা সৃষ্টি করে। তাই প্রাকৃতিক উপায়ে, সহজলভ্য উপকরণ দিয়ে যদি বাড়িতেই বানানো যায় ব্লাশ। এতে ত্বক যেমন নিরাপদ থাকবে তেমনি আপনার সাজও সম্পূর্ণ হবে।
উপকরণ-অ্যারারুট পাউডার ১/৪ কাপ, বিটরুট পাউডার ১/৪ চা চামচ। তবে যেরকম রঙ চাই সেই অনুযায়ী পরিমাণ বাড়ানো যেতে পারে। অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ। রোজকার এসেনশিয়াল অয়েল ২ ফোঁটা।
বিটরুটের ব্লাশ বানাতে একটি পরিষ্কার পাত্রে অ্যারারুট ও বিটরুট পাউডার একসঙ্গে মেশান। এরপর এতে অ্যালোভেরা জেল এবং রোজকার এসেনশিয়াল অয়েল দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী আরও বিটরুট পাউডার মিশিয়ে রঙ কম বেশি করতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে মিশ্রণটি দলা না পাকিয়ে যায়। প্রাকৃতিক ব্লাশ তৈরি হলে একটি এয়ার-টাইট কাচের পাত্রে ভরে রাখুন। ব্যবহারের সময় আঙুল বা ব্রাশ দিয়ে হালকা করে গালে লাগান।
উপকরণ-শিয়া বাটার ১ চা চামচ, বিসওয়াক্স পেলেট ১/২ চা চামচ, দারচিনির গুঁড়ো ১/২ চা চামচ, রাঙা আলুর পাউডার ১ চা চামচ, রোজমেরি এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা, ডবল বয়লার।
মিষ্টি আলুর পিচ ক্রিম ব্লাশ বানাতে ডবল বয়লারে শিয়া বাটার ও বিসওয়াক্স পেলেট নিন। হালকা আঁচে মিশ্রণটি নাড়া দিতে থাকুন যতক্ষণ না সম্পূর্ণ গলে যায়। মিশ্রণটি গোলে গরম থাকতেই নামিয়ে নিয়ে তাতে দারচিনি গুঁড়ো ও রাঙা আলুর পাউডার যোগ করতে হবে। এরপর রোজমেরি অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে একটি কাচের কন্টেইনারে ঢেলে রেফ্রিজারেটরে রাখুন সংরক্ষণের জন্য। ব্যবহারের সময় হালকা হাতে গালে লাগান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।