Natural Blush: সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন ব্লাশ, কাজে লাগান বিটরুট ও মিষ্টি আলু

Published : Jun 19, 2025, 05:35 PM ISTUpdated : Jun 19, 2025, 05:38 PM IST
blush hacks

সংক্ষিপ্ত

Tips for making natural blush: নামী-দামি ব্র্যান্ডের ব্লাশ কিনতে আর খরচ করতে হবে না, এবার ঘরেই বানিয়ে ফেলুন দু'রকমের ব্লাশ। যখন যেটা ইচ্ছে সেটাই লাগিয়ে সাজান নিজেকে।

Natural Blush making at home: আজকাল Nude বা No Makeup লুকের চল বেশি। তবে প্রাকৃতিক না হলেও কৃত্রিমভাবে গাল লাল-গোলাপি না করলে, সাজ যেন অসম্পূর্ণ থেকে যায়। তবে বাজারচলতি ব্লাশে থাকা রাসায়নিক উপাদান অনেক সময় ত্বকে র‍্যাশ, অ্যালার্জি, ব্রণ ইত্যাদি সমস্যা সৃষ্টি করে। তাই প্রাকৃতিক উপায়ে, সহজলভ্য উপকরণ দিয়ে যদি বাড়িতেই বানানো যায় ব্লাশ। এতে ত্বক যেমন নিরাপদ থাকবে তেমনি আপনার সাজও সম্পূর্ণ হবে।

বিটের জেল ব্লাশ

উপকরণ-অ্যারারুট পাউডার ১/৪ কাপ, বিটরুট পাউডার ১/৪ চা চামচ। তবে যেরকম রঙ চাই সেই অনুযায়ী পরিমাণ বাড়ানো যেতে পারে। অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ। রোজকার এসেনশিয়াল অয়েল ২ ফোঁটা।

কীভাবে বানাবেন?

বিটরুটের ব্লাশ বানাতে একটি পরিষ্কার পাত্রে অ্যারারুট ও বিটরুট পাউডার একসঙ্গে মেশান। এরপর এতে অ্যালোভেরা জেল এবং রোজকার এসেনশিয়াল অয়েল দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। প্রয়োজন অনুযায়ী আরও বিটরুট পাউডার মিশিয়ে রঙ কম বেশি করতে পারেন। তবে খেয়াল রাখবেন যাতে মিশ্রণটি দলা না পাকিয়ে যায়। প্রাকৃতিক ব্লাশ তৈরি হলে একটি এয়ার-টাইট কাচের পাত্রে ভরে রাখুন। ব্যবহারের সময় আঙুল বা ব্রাশ দিয়ে হালকা করে গালে লাগান।

মিষ্টি আলুর পিচ ক্রিম ব্লাশ

উপকরণ-শিয়া বাটার ১ চা চামচ, বিসওয়াক্স পেলেট ১/২ চা চামচ, দারচিনির গুঁড়ো ১/২ চা চামচ, রাঙা আলুর পাউডার ১ চা চামচ, রোজমেরি এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা, ডবল বয়লার।

কীভাবে বানাবেন?

মিষ্টি আলুর পিচ ক্রিম ব্লাশ বানাতে ডবল বয়লারে শিয়া বাটার ও বিসওয়াক্স পেলেট নিন। হালকা আঁচে মিশ্রণটি নাড়া দিতে থাকুন যতক্ষণ না সম্পূর্ণ গলে যায়। মিশ্রণটি গোলে গরম থাকতেই নামিয়ে নিয়ে তাতে দারচিনি গুঁড়ো ও রাঙা আলুর পাউডার যোগ করতে হবে। এরপর রোজমেরি অয়েল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে একটি কাচের কন্টেইনারে ঢেলে রেফ্রিজারেটরে রাখুন সংরক্ষণের জন্য। ব্যবহারের সময় হালকা হাতে গালে লাগান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ঈশা আম্বানির মতো ৫টি হেয়ার অ্যাক্সেসরিজ, বিয়ের সাজ করবে সম্পূর্ণ
পায়ের গোড়ালি ফাটা থেকে ত্বকে টান, শীতে পায়ের যত্নে মেনে চলুন এই টিপসগুলি