চালের জল ব্যবহারের পদ্ধতি:
* তুলোর সাহায্যে চালের জল মুখে লাগান। ১০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* চালের জল স্প্রে বোতলে ভরে দিনের যে কোনও সময় মুখে স্প্রে করতে পারেন।
* চালের জলের সঙ্গে মধু বা দই মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।