
পুজো তো প্রায় এসেই গেল। আর হাতেগোনা মাত্র কয়েকটা দিন বাকি। আমরা কমবেশি করে অনেকেই চুলের বিভিন্ন সমস্যায় ভুগি। পুজোর আগে কিভাবে চুলের বিভিন্ন সমস্যা থেকে একটু হলেও মুক্তি পাবেন এবং ঘরোয়া কিছু রেমেডি দিয়ে চুলকে আরো সতেজ এবং এর জেলা বাড়িয়ে তুলবেন। রইলো কিছু টিপস।
অ্যালোভেরা রূপচর্চায় জন্য এক এবং অদ্বিতীয়। চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। অ্যালোভেরা গাছের পাতা কেটে তা থেকে জেল বের করে নিন। এরপর তা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে হালকা আঁচে গরম করে নিয়ে। ঠান্ডা হয়ে এলে ভালো ভাবে চুলে ও স্ক্যাল্পে ম্যাসাজ করে নিন। এতে উপকার পাবেন এবং চুল পড়ার সমস্যা কমবে।
চুলের যত্নে জবা ফুলের জুড়ি মেলা ভার। এতে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান চুলকে গোড়া থেকে মজবুত রাখে। আর এই জবা ফুল দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারেন জোজোবা অয়েল। যা চুলের স্বাস্থ্য বিশেষভাবে রক্ষা করে। বেশ খান্নিকটা নারকেল তেল, আধ কাপ আমন্ড তেল, কয়েকটি জবা পাতা ও ফুল একসঙ্গে মিশিয়ে নিয়ে ৩-৫ মিনিট গরম করে নিয়ে ঠাণ্ডা করে নিন। এরপর ছেঁকে একটি পাত্রে রেখে দিয়ে শাম্পু করার আগে বা সপ্তাহে যে কোনও দিন ব্যবহার করতে পারেন।
মেথি তেল দিয়েও সহজ পদ্ধতিতে আপনি চুলের যত্ন নিতে পারেন। এক্ষেত্রে আপনাকে বাড়তি কোনও ঝক্কি পোহাতে হবে না। পুজোর আগে চুলও হবে সুস্থ ও সতেজ। হেঁশেলে থাকা মেথি দানা ১-২ চামচ, নারকেল তেল আধ কাপ, একটা জবা ফুলের পাপড়ি, কালোজিরে, কারিপাতা একসঙ্গে ফুটিয়ে নিন। ভালো করে ফুটে গেলে তা ছেঁকে নিয়ে ঠান্ডা করে একটি পাত্রে ভোরে রেখে দিন। আপনি চাইলে সমস্ত উপকরণ-সহ এই তেল ঠান্ডা করে একটি পাত্রে ভোরে রেখে দিতে পারেন। আপনি যদি হট অয়েল ম্যাসাজন করতে চান আপনার স্ক্যাল্পে তাহলে রাতে অথবা শ্যাম্পু করার ঘন্টা দুই আগে প্রয়োজনমতো এই তেল গরম করে নিয়ে হালকা হাতে ম্যাসাজ করে নিন। পড়ে শ্যাম্পু করে ফেলুন।
এছাড়া রসুন আমাদের যেকোনও গৃহস্থ বাড়ির রান্নাঘরে থাকবেই। যাঁরা রসিয়ে কষিয়ে খাবার খেতে ভালোবাসেন, তাঁদের কাছে রসুনের কদর যথেষ্ট। কারণ, রান্নার স্বাদ বাড়াতে রসুনের জুড়ি মেলা ভার।
তবে জানেন কি, চুল পড়া বন্ধ করতেও রসুন খুবই উপকারী। তবে যেভাবে সেভাবে তা ব্যবহার করলে চলবে না। নির্দিষ্ট পদ্ধতিতে রসুন ব্যবহার করলে মিলবে সুফল।
প্রথমেই জেনে নেওয়া যাক, ঠিক কী কারণে চুল পড়া বন্ধ করতে সাহায্য করে রসুন?
আসলে রসুনে থাকে সালফার। যা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে। এছাড়া রসুনের জীবাণুরোধী ক্ষমতা রয়েছে। তার ফলে চুলের ত্বকে কোনও জীবাণু সংক্রমণ আটকায়। স্বাভাবিকভাবে তাতে চুল পড়া কমে।
কীভাবে রসুন ব্যবহার করলে মিলবে সুফল জানেন কি?
রসুন তেল চুলের জন্য অত্যন্ত উপকারী। তা মাথায় মাখলে চুল পড়া কমবে। রসুন তেল তৈরি করবেন একটি পাত্রে নারকেল কিংবা অলিভ অয়েল নিন। তার মধ্যে সামান্য পরিমাণ থেঁতো করা রসুন দিন। মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। ঠান্ডা হলে একটি পাত্রে ছেঁকে নিন। এবার তা মাথায় মাখুন। ৫-১০ মিনিট হালকা হাতে মাসাজ করুন। তাতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে। কমবে চুল পড়া। মাত্র কয়েকদিন ব্যবহারে মিলবে সুফল।
রসুন পেস্ট : ৮-১০ কোয়া রসুনের খোসা ছাড়িয়ে নিন। এবার অল্প থেঁতো করে নিন। আধঘণ্টা শুকনো চুলের গোড়ায় মেখে রাখুন। রস শুকিয়ে গেলে চুল ঝেড়ে নিন। শ্যাম্পু করে ফেলার পর দেখবেন চুল চকচক করছে। আগের তুলনায় অনেক বেশি নরমও হয়ে গিয়েছে।
রসুন গুঁড়ো: রসুন গুঁড়ো তৈরি করে নিতে পারেন। একটি হাওয়া চলাচল করতে পারবে না এমন কৌটো রেখে দিন। সপ্তাহে কমপক্ষে একবার তেলের সঙ্গে মিশিয়ে ওই গুঁড়ো চুলের গোড়ায় মাখুন। চুল পড়া কমবে।