ত্বক নিয়ে সারা বছর নানান সমস্যা লেগে থাকে। বিশেষ করে শীতের সময় সমস্যা বাড়ে। শীতে রুক্ষ্ম ত্বক, মরা চামড়া থেকে শুরু করে ত্বকের নানান জটিলতা দেখা দেয়। এবার ত্বকের সমস্যা থেকে বাঁচতে ভরসা রাখুন চিনির ওপর। চিনির গুণে ত্বকে আসবে জেল্লা, এই বিশেষ পদ্ধতি মেনে প্যাক তৈরি করুন। জেনে নিন কী করবেন।
চিনি ও কফি
চিনি প্রথমে মিহি করে বেটে নিন। এবার এর সঙ্গে মেশান কফি। এবার সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা।
চিনি ও গ্রিন টি
গ্রিন টি-র পাতা শুকিয়ে নিয়ে মিহি করে বেটে নিন। এবার তাতে মেশান চিনি। সামান্য গোলাপ জল দিন। এবার তা মুখে লাগান শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। ত্বকে আসবে জেল্লা।
চিনি ও হলুদ
হলুদ বেটে নিন। এবার হলুদ বাটার সঙ্গে মেশান চিনি। এবার তা মুখে লাগান। অন্তত ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে নিন। ঠান্ডা জলে মুখ ধুলে মিলবে উপকার।
চিনি ও মধু
চিনি ও মধু দিয়ে প্যাক বানাতে পারেন। মিহি করে বেটে রাখা চিনির সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মরা চামড়া দূর হবে সঙ্গে ত্বক হবে নরম।
চিনি ও টমেটো
শীতের মরশুমে টমেটোর প্যাকও লাগাতে পারেন। তা ত্বকের জন্য উপকারী। টমেটো কেটে ভিতরের জেলের মতো অংশ বের করে নিন। তার সঙ্গে মেশান মিহি করে বেটে রাখা চিনি। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বকের জন্য বেশ উপকারী প্যাক।