পুজোয় জুতোর ফ্যাশনে সকলকে টেক্কা দিতে চান? মাথায় রাখুন ৫টি টিপস, জেনে নিন কী কী

পুজোর সময় জুতো কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। পোশাকের সাথে মানানসই রঙ, হিল এবং ফ্ল্যাট উভয় ধরণের জুতো কেনা, আরামদায়ক জুতো এবং সঠিক মাপ নির্বাচন করা গুরুত্বপূর্ণ।

Sayanita Chakraborty | Published : Sep 20, 2024 2:53 PM IST

পুজোর আর কটা দিন বাকি। তারপরই প্যান্ডেল প্যান্ডেলে শোনা যাবে ঢাকের বাদ্যি। এই সময় কবে কী করবেন, কখন কীভাবে সাজবেন তা নিয়ে চলছে পরিকল্পনা। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর শপিং। আবার কারও কারও শপিং শেষের পথে। কারও কারও জামা-কাপড় কেনা হয়ে গেলেও বাকি জুতো কেনা বাকি। আজ টিপস রইল তাদের জন্য। এবার পুজোয় জুতো কেনার আগে মাথায় রাখুন এই কয়টি টিপস।

পোশাক আর জুতোর রঙ যাতে এক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। একই রঙ হয়ে গেলে কারও চোখ আপনার জুতোর দিকে যাবে না। সেকারণে একটু আলাদা রঙের জুতো কেনার চেষ্টা করুন।

Latest Videos

পুজোয় হিল যেমন কিনবেন তেমনই ফ্ল্যাট হিল কিংবা ক্যানভাসের মতো জুতো কিনুন। ঠাকুর দেখার পরিকল্পনা থাকলে এমন জুতো পরে যান যা পরে বেশি দূর হাঁটতে পারবেন। তা না হলে আপনাকেই সমস্যায় পড়তে হবে।

গড়িয়াহাট কিংবা নিউ মার্কেটের রাস্তার ধারে সুন্দর সুন্দর জুতো বিক্রি হয় ঠিকই কিন্তু এগুলো পায়ের জন্য তেমন উপযুক্ত না। তাই এমন জুতো কিনুন যাতে আপনার পা ঠিক থাকে।

অবশ্যই সঠিক মাপের জুতো কিনুন। তা না হলে রাস্তায় সমস্যা পড়তে পারেন। বড় মাপের জুতো হলে তা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তেমনই আবার টাইট হলে হাঁটতে পারবেন না।

পুজোর জুতো কেনার আগে দেখে নিন এবছর কেমন ধরনের জুতো ফ্যাশনে ইন। সেই বুঝে শপিং করুন। তা না হলে সাজটাই মাটি হয়ে যাবে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
Daily Horoscope Live: ২০ সেপ্টেম্বর শুক্রবার ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ হতে পারে, দেখুন জ্যোতিষ কথ