রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্য এই তিন কাজ করুন, দূর হবে চুলের যাবতীয় সমস্যা

Published : Dec 12, 2022, 07:23 PM IST
sleep

সংক্ষিপ্ত

চুলের সমস্যা থেকে মুক্তি পেতে রোজ এই তিন রাজ করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তিন কাজ করলে দ্রুত দূর হবে চুলের যাবতীয় সমস্যা। সঙ্গে চুল থাকবে সিল্কি। দূর হবে নিষ্প্রাণ চুলের সমস্যা। দেখে নিন কী কী।

চুল নিয়ে নানান সমস্যা লেগেই থাকে। চুল পড়া, খুশকি থেকে শুরু করে রুক্ষ্ম চুল। মরশুমের সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে থাকে সেই সকল সমস্যা। তবে, চুল পড়া আর খুশকির সমস্যা সব সময়ই দেখা যায়। এবার চুলের সমস্যা থেকে মুক্তি পেতে রোজ এই তিন রাজ করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই তিন কাজ করলে দ্রুত দূর হবে চুলের যাবতীয় সমস্যা। সঙ্গে চুল থাকবে সিল্কি। দূর হবে নিষ্প্রাণ চুলের সমস্যা। দেখে নিন কী কী।

ভিজে চুল- ভিজে চুলে ঘুমাবেন না। এই ভুল অনেকে করে থাকেন। এতে চুলের মারাত্মক ক্ষতি হয়। সারাদিন পর বাড়ি ফিরে স্নান করে থাকেন অনেকে। তবে, স্নানের পর ভালো করে মাথা মুছে নিন। প্রয়োজনে ড্রায়ার ব্যবহার করতে পারেন। তবে, ভুলেও ভিজে চুলে ঘুমাবেন না। এতে গোড়া দুর্বল হয়ে যায়। সঙ্গে বাড়ে চুল পড়ার সমস্যা। মেনে চলুন এই বিশেষ টিপস।

হালকা বাঁধন- রাতে প্রায় সকলেই চুল বেঁধে ঘুমান। কেউ টপ নট করেন। কেউ করেন বিনুনি তো কেউ অন্য কোনও হেয়ার স্টাইল করে থাকেন। তবে, চুল ভালো রাখতে হালকা বাঁধন দিন চুলে। টাইট করে চুল বাঁধবেন না। এতে ঘুমের মধ্যে নড়াচড়া করলে চুল ছিঁড়ে যেতে পারে। মেনে চলুন এই বিশেষ টিপস। হালকা করে চুল বেঁধে ঘুমান। এতে মিলবে উপকার।

বালিশের কভার- চুল ভালো রাখতে চাইলে সঠিক বালিশের কভার ব্যবহার করা প্রয়োজন। তা না হলে চুলের ক্ষতি হতে পারে। সিল্ক অথবা সার্টিনের কভার ব্যবহার করুন। এতে চুল ভালো থাকে। চুল ভাঙা কিংবা ডগা চেরার সমস্যা দূর হবে। মেনে চলুন এই বিশেষ টিপস।

চুলের যত্ন নিতে সারাক্ষণ কোনও না কোনও পদ্ধতি অবলম্বন করে চলছে সকলে। কেউ ঘরোয়া টোটকা মেনে চলছেন। তো কেউ করাচ্ছেন পার্লার ট্রিটমেন্ট। এর সঙ্গে চুলের যত্নে বাজার চলতি পণ্যের ব্যবহার তো আছেই। সারা বছর চুল নিয়ে চলতে থাকে কোনও না কোনও সমস্যা। এবার চুল ভালো রাখতে চাইলে রোজ ঘুমানোর আগে এই কয়টি জিনিস মেনে চলুন এতে মিলবে উপকার। চুলের যে কোনও ক্ষতি থেকে মুক্তি পাওয়া সম্ভব। এর সঙ্গে সহজে দূর হবে চুলের যাবতীয় সকল সমস্যা।

 

আরও পড়ুন-

এই ৪ উপায়ে জোয়ান খান, আপনিও পাবেন বলিউড সেলেবদের মতো জিরো ফিগার

স্ট্রেস কন্ট্রোল না করলেই বাড়বে বিপদের ঝুঁকি, শরীরে বাসা বাঁধবে কঠিন রোগগুলি

সকালে হাততালি দিয়ে দূর করতে পারেন শরীরের এই ৫ জটিল সমস্যা, দেখে নিন এর উপকারিতাগুলো

PREV
click me!

Recommended Stories

রুপোর মঙ্গলসূত্রের অভিনব ডিজাইন, বাজেটের মধ্যে উপহার
আলমারিতে শীত পোশাকের আনাগোনা, কীভাবে নেবেন গরম কাপড়ের যত্ন? রইল কার্যকরী টিপস