কমলালেবুর ফেসপ্যাকে মুহূর্তে ত্বকে আসবে জেল্লা, জেনেন নিন কীভাবে ত্বক হবে সুন্দর

Published : Feb 26, 2025, 09:17 PM IST
কমলালেবুর ফেসপ্যাকে মুহূর্তে ত্বকে আসবে জেল্লা, জেনেন নিন কীভাবে ত্বক হবে সুন্দর

সংক্ষিপ্ত

১-২ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, অল্প টকদই এবং গোলাপ জল মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর মুখ এবং গলায় লাগান। সপ্তাহে দুই-তিনবার ব্যবহার করতে পারেন।

ত্বকের যত্নে কমলালেবু অতুলনীয়। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক অ্যাসিড সমৃদ্ধ কমলালেবু ত্বককে মসৃণ, উজ্জ্বল এবং সুস্থ রাখতে সাহায্য করে। কমলালেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা মেলানিন উৎপাদন কমায়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকুলার সায়েন্সেস-এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ভিটামিন সি কোলাজেন উৎপাদন বাড়ায়, ত্বকের বলিরেখা এবং কুঁচকে যাওয়া কমায়। কালচে দাগ দূর করে মুখ ফর্সা করতে কমলালেবুর ফেসপ্যাক ব্যবহার করুন।

কমলালেবু ও টক দইয়ের প্যাক

১-২ টেবিল চামচ কমলালেবুর খোসার গুঁড়ো, অল্প টকদই এবং গোলাপ জল মিশিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর মুখ এবং গলায় লাগান। সপ্তাহে দুই-তিনবার ব্যবহার করতে পারেন। ত্বকে মুহূর্তে আসবে জেল্লা।

কমলালেবুর রস

কমলালেবুর রস মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। বলিরেখা দূর করতে কমলালেবুর রস খুবই উপকারী।

কমলালেবু ও দুধের প্যাক

দুই চা চামচ কমলালেবুর রস, দুই টেবিল চামচ বেসন এবং এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগালে ময়লা দূর হয়ে ত্বক উজ্জ্বল হয়।

কমলালেবু ও মুলতানি মাটির প্যাক

দুই টেবিল চামচ কমলালেবুর রস, এক টেবিল চামচ মুলতানি মাটি এবং এক চা চামচ দুধ মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

কমলালেবু ও গোলাপ জলের প্যাক

দুই টেবিল চামচ কমলালেবুর রস, এক টেবিল চামচ গোলাপ জল নিন । ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

কমলালেবু ও মধুর প্যাক

দুই টেবিল চামচ কমলালেবুর রস, এক টেবিল চামচ মধু দিন । ভালো করে মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার তা মুখে লাগান। ২০ মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।

PREV
click me!

Recommended Stories

দুটো গাল ভরে যাচ্ছে ব্রণে? এর সম্ভাব্য কারণ হচ্ছে আপনার ফোন! জানুন আসল কারণ
Fashion Tips: সৌন্দর্যের শর্টকাটে বিপদ? ভুল ফিলারে বিকৃত হচ্ছে মুখ, ঝুঁকি দৃষ্টিশক্তিতেও