ব্যবহার করুন এই পাঁচটি প্যাকের মধ্যে একটি, ত্বকের রুক্ষ্ম ভাব দূর হবে, আসবে জেল্লা

Published : Nov 14, 2022, 01:16 PM IST
skin care

সংক্ষিপ্ত

ত্বকের রুক্ষ্ম ভাব দূর করে জেল্লা আনতে চাইলে ব্যবহার করুন এই কয়টি ফেসপ্যাক। জেনে নিন কোন কোন প্যাকের গুণে ত্বকে আসবে জেল্লা। দেখে নিন।

সকালের আবহাওয়ার পরিবর্তন জানান দিচ্ছে শীঘ্রই শীত আসছে শহরে। ত্বকে দেখা দিচ্ছে রুক্ষ্ম ভাব। অনেকের ত্বকে চুলকানির মতো সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ত্বকে চর্চা করুন। ত্বকের রুক্ষ্ম ভাব দূর করে জেল্লা আনতে চাইলে ব্যবহার করুন এই কয়টি ফেসপ্যাক। জেনে নিন কোন কোন প্যাকের গুণে ত্বকে আসবে জেল্লা। দেখে নিন।

পেঁপে দিয়ে তৈরি করুন ফেসপ্যাক। একটি পাকা পেঁপে কেটে নিন। তা ভালো করে ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এই পেস্ট লাগান মুখ। ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর মুখ ধুয়ে নিন। চাইলে পেঁপে ব্লেন্ড করার পর তার রস ছেঁকে নিন। এবার তুলোয় করে এই রস মুখে লাগান। এবার শুকিয়ে গেলে ধুয়ে নিন।

দই ও মধু দিয়ে ফেসপ্যাক বানাতে পারেন। একটি পাত্রে ১ চা চামচ নিন। এবার তা ফেটিয়ে নিন। এবার তাতে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

চন্দন ও গোলাপ জল দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। চন্দন বেটে নিন। তার সঙ্গে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে লাগানা। শুকিয়ে গেলে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন। এতে মিলবে উপকার।

ওটস ও শসা দিয়ে বানাতে পারেন ফেসপ্যাক। একটি শসা কেটে নিন। এবার তা ব্লেন্ড করে নিন। এই শসার রস আলাদা করে নিন। এবার ওটস ভালো করে মিহি করে নিন। সেই শসার রসের সঙ্গে মেশান ওটস। ভালো করে মিশিয়ে নিন। প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।

 

আমন্ড ও গোলাপ জল দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। একটি বাটিতে জল নিয়ে তাতে কয়েকটি আমন্ড ভিজিয়ে রাখুন। সকালে এই আমন্ড বেটে নিন। এবার এই আমন্ডের সঙ্গে মেশান গোলাপ জল। ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। এবার ব্যবহার করুন এই পাঁচটি প্যাকের মধ্যে একটি, ত্বকের রুক্ষ্ম ভাব দূর হতে ত্বকে আসবে জেল্লা।

 

 

আরও পড়ুন- ত্বকের কালো দাগ দূর হবে ময়দার গুণে, রইল ময়দার তৈরি কয়টি বিশেষ প্যাকে হদিশ 

আরও পড়ুন- শীতে তৈলাক্ত চুলের সমস্যা বাড়ে, রইল প্রাকৃতিক কিছু উপায়ে সমাধানের পথ 

আরও পড়ুন- মাত্র কয়েক দিনের মধ্যে এই ৪ পদ্ধতির সাহায্যে ব্রণ এবং ব্রণর দাগ থেকে মুক্তি পান

PREV
click me!

Recommended Stories

চুল ভালো রাখতে হলে মেনে চলুন এই কয়টি বিশেষ টিপস, জেনে নিন কোন উপায় মিলবে উপকার
মাত্র ৩ গ্রামে চমৎকার সোনার ঝুমকো.. দেখে নিন ডিজাইন