ভ্যালেন্টাইন্স ডে-র পার্টিতে যাওয়ার আগে ত্বকে আনুন জেল্লা, রইল ১০টি পাতিলেবুর ফেসমাস্কের হদিশ

ভ্যালেন্টাইন্স ডে-তে অনেকেরই রাতে পার্টি থাকে। এই পার্টিতে যাওয়ার জন্য সঠিক পোশাক পরলে আর অ্যাকশেসরিজ নিলেই হল না। প্রয়োজন ত্বকে জেল্লা আনা। আর এই কারণে মেকআপ করি সকলেই। তবে, এবার মেকআপ ছাড়াই ত্বকে আনুন জেল্লা। রইল ১০টি পাতিলেবুর ফেসমাস্কের হদিশ।

 

Sayanita Chakraborty | Published : Feb 14, 2023 11:32 AM IST
110

পাতিলেবু ও মধু দিয়ে বানিয়ে নিন ফেসমাস্ক। একটি পাত্রে পাতিলেবুর রস চিপে নিন। তার সঙ্গে মেশান মধু। ভালো করে মিশিয়ে নিন। এবার ভালো করে মিশিয়ে নিন। তুলোয় করে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। মাত্র একবার ব্যবহারেই ফারাক বুঝতে পারবেন। 

210

হলুদ ও পাতিলেবু দিয়ে ফেসমাস্ক বানিয়ে নিন। একটি হলুদের টুকরো বেটে নিন। এবার তার সঙ্গে মেশান পাতিলেবুর রস। যদি আপনার ত্বক রুক্ষ্ম হয় তাহলে তাতে সামান্য দুধ মিশিয়ে নিতে পারেন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ২০ মিনিট পর মুখ ধুয়ে নিন। 

310

বেসন ও পাতিলেবু দিয়ে বানিয়ে নিন ফেসমাস্ক। বেসনের সঙ্গে পাতিলেবুর রস দিন। সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বকে আসে জেল্লা। ত্বকের যত্নে বেশ উপকারী এই প্যাক। যাদের ত্বকে কালো ছোপ আছে তারা এখনই ব্যবহার করুন। 

410

পাতিলেবু ও অ্যালোভেরা জেল দিয়ে বানিয়ে নিন ফেসমাস্ক। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তার সঙ্গে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বকে আসে জেল্লা।

510

পাতিলেবু ও আলু দিয়ে বানিয়ে নিতে পারেন ফেসমাস্ক। আলুর খোসা ছাড়িয়ে তা কেটে নিন। তা মিক্সিতে ব্লেন্ড করে নিন। এবার রস আলাদা করুন। তার সঙ্গে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বকে আসে জেল্লা।

610

মুলতানি মাটি ও পাতিলেবু দিয়ে ফেসমাস্ক বানাতে পারেন। মুলতানি মাটির সঙ্গে পরিমাণ মতো গোলাপ জল ও পাতিলেবুর রস মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা এবার মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বকে আসে জেল্লা। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহার করুন প্যাক। 

710

পাতিলেবু ও পেঁপের খোসা দিয়ে বানাতে পারেন প্যাক। একটি পাত্রে পেঁপের খোসা পাউডার নিন। তাতে মেশান পরিমাণ মতো মধু ও পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে ফেসমাস্ক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বকে আসে জেল্লা। 

810

পাতিলেবু ও কলা দিয়ে বানাতে পারেন ফেসমাস্ক। একটি অর্ধেক কলা চটকে নিন। তাতে পরিমাণ মতো মধু ও পাতিলেবুর রস দিন। ভালো করে মিশিয়ে ফেসমাস্ক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বকে আসে জেল্লা। 

910

পাতিলেবু ও দই দিয়ে ফেসম্যাস্ক বানাতে পারেন। দইয়ের সঙ্গে পরিমাণ মতো পাতিলেবুর রস মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে ফেসমাস্ক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বকে আসে জেল্লা। সপ্তাহে অন্তত ২ দিন ব্যবহারে মিলবে উপকার। 

1010

পাতিলেবু ও টমেটো দিয়ে ফেসমাস্ক বানাতে পারেন। একটি টমেটো কেটে ভিতরের জেলের মতো অংশ বের করে নিন। তাতে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিন। এতে পরিমাণ মতো মধু দিতে পারেন। ভালো করে মিশিয়ে ফেসমাস্ক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বকে আসে জেল্লা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos