বেসন ও পাতিলেবু দিয়ে বানিয়ে নিন ফেসমাস্ক। বেসনের সঙ্গে পাতিলেবুর রস দিন। সামান্য গোলাপ জল মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এই প্যাক ব্যবহারে ত্বকে আসে জেল্লা। ত্বকের যত্নে বেশ উপকারী এই প্যাক। যাদের ত্বকে কালো ছোপ আছে তারা এখনই ব্যবহার করুন।