Bengali New Year: নববর্ষে কুর্তি পরার পরিকল্পনা আছে? দেখে নিন কেমন ডিজাইনের কুর্তি কিনবে

নববর্ষে মূলত এথনিক সাজে দেখা যায় সকলকে। অনেকে যেমন শাড়ি পরেন তেমনই কেউ কেউ কুর্তি পরতে চান। আপনারও যদি নববর্ষে কুর্তি পরার পরিকল্পনা থাকে তাহলে রইল বিশেষ টিপস। রইল কয় ধরনের কুর্তির হদিশ। নববর্ষে বেছে নিন এর মধ্যে একটি।

নববর্ষের সময় গুরুত্বপূর্ণ বিষয় হল ফ্যাশন। এই বিশেষ দিনে সকলেরই কোথাও না কোথাও নিমন্ত্রণ লেগেই থাকে। অথবা কেউ কোনও অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। এই দিন নজর কাড়তে চান সকলে। তাই সবার আগে সকলে নজর দিয়ে থাকেন পোশাকের দিকে। এদিকে হাতে মাত্র আর কটা দিন। তাড়াতাড়ি শপিং না করলে সঠিক ভাবে সাজ ফুটিয়ে তোলা কঠিন। নববর্ষে মূলত এথনিক সাজে দেখা যায় সকলকে। অনেকে যেমন শাড়ি পরেন তেমনই কেউ কেউ কুর্তি পরতে চান। আপনারও যদি নববর্ষে কুর্তি পরার পরিকল্পনা থাকে তাহলে রইল বিশেষ টিপস। রইল কয় ধরনের কুর্তির হদিশ। নববর্ষে বেছে নিন এর মধ্যে একটি।

চিকনকারি কুর্তি পরতে পারেন। বর্তমানে চিকনকারি কুর্তি ফ্যাশনে ইন। হালকা বা ভারী কাজের কুর্তি কিনতে পারেন। তেমনই বিভন্ন রঙের চিকনকারি কুর্তি পাওয়া যায়। পছন্দ সই একটি বেছে নিন।

Latest Videos

ঢাকাই কুর্তি পরতে পারেন। গরমে আরাম পাবেন এমন কুর্তিতে। বিভিন্ন ডিজাইনের ঢাকাই কুর্তি পাওয়া যায়। যা গরমের জন্য বেশ উপযুক্ত। আর এগুলো দেখতেও আকর্ষণীয় হয়।

আনারকলি স্টাইল শেষ কয় বছর ধরে রয়েছে ফ্যাশন ট্রেন্ডে। গরমে সুতির আনারকলি পরুন। আরামও হবে সঙ্গে স্টাইলও হবে।

টুপার্ট কুর্তি এবছর রয়েছে ফ্যাশন ট্রেন্ডে। একেবারে অন্য রকম সাজে সকলের নজর কাড়তে চাইলে বেছে নিন টুপার্ট কুর্তি। এর সঙ্গে হাই হিল বেশ মানাবে।

বেছে নিতে পারে স্ট্রেট কুর্তি। চাইলে শর্ট কিংবা লং উভয় স্টাইলের স্ট্রেট কুর্তি বেছে নিতে পারেন। পালাজো কিংবা লেগিংসের সঙ্গে টিমআপ করুন এমন কুর্তি।

বেছে নিতে পারেন গাউন কুর্তি। লং কুর্তি হয় এগুলো। সুতির এমন কুর্তি বেছে নিন পয়লা বৈশাখের জন্য।এর সঙ্গে হাই হিল অবশ্য পরুন।

জিন্সের সঙ্গে কুর্তি পরতে চান অনেকে। এক্ষেত্রে বেছে নিতে পারেন শার্ট কুর্তি। এর সঙ্গে পায়ে স্নিকার্স বেশ মানাবে। এই দিন অফিস থাকলে কিংবা দূরে কোথাও যাওয়ার থাকলে এমন কুর্তি পরতে পারেন। এর সঙ্গে চাইলে হাই হিলও পরতে পারেন। তাই দেরি না করে ঝটপট সিলেক্ট করে নিন কুর্তি। এমন কুর্তি পরুন যা নজরে পড়বে সকলের। আর পোশাকের সঙ্গে সঠিক অ্যাকসেশরিজ অবশ্যই বেছে নেবেন। তা না হলে পুরো সাজ থাকবে অসম্পূর্ণ।

 

আরও পড়ুন

প্রস্রাবের সময় জ্বালা ভাব অনুভব করছেন? সমস্যা থেকে মুক্তি পেতে রইল চার বিশেষ টোটকা

গরমের সময় শরীর রাখে সুস্থ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ উপকারী এই কয়টি উপাদান

বিয়ার ও মাংসের জুটি থেকে এবার সাবধান, গবেষণায় মিলল ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের খোঁজ

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News