Miss Diva Universe: সেরা সুন্দরীর প্রতিযোগিতায় জয়ী হলেন শ্বেতা শারদা, রিয়েলিটি শো-এর এই পরিচিত তন্বীকে চিনতে পারছেন?

Published : Aug 28, 2023, 01:13 PM IST

মুম্বইয়ে আয়োজিত সেরা সুন্দরীর প্রতিযোগিতায় জয়ী হওয়ার কথা জানতে পেরে আনন্দে কেঁদে ফেললেন শ্বেতা। চোখে জল নিয়েই পরলেন বিজয়ের মুকুট। 

PREV
17

১৬ বছর বয়স থেকে শুরু হয়েছিল সফল কেরিয়ার গড়ে তোলার লড়াই। ওই সময় থেকেই স্বপ্ননগরী মুম্বইতে চলে এসেছিলেন চণ্ডীগড়ের শ্বেতা শারদা। 

27

তাঁর মা একা তাঁকে বড় করে তুলেছিলেন, তাই মা-ই শ্বেতার জীবনের সবচেয়ে বড় আদর্শ এবং অনুপ্রেরণা। 

37

২৭ অগাস্ট, রবিবার মুম্বইয়ে আয়োজিত হয়েছিল গ্র্যান্ড বিউটি পেজেন্ট ফাইনালে মিস ডিভা ইউনিভার্স ২০২৩। সেই প্রতিযোগিতায় সেরার সেরা হয়েছেন শ্বেতা শারদা। গত বছরের মিস ডিভা ইউনিভার্স ২০২২-এর জয়ী সুন্দরী দিভিতা রাই শ্বেতার মাথায় জয়ের মুকুট পরিয়ে দিয়েছেন। 

47

মিস ডিভা সুপারন্যাশনাল ২০২৩-এর মুকুট জিতেছেন সোনাল কুকরেজা এবং মিস ডিভা ২০২৩-এর রানার-আপ খেতাব অর্জন করেছেন কর্ণাটকের ত্রিশা শেঠি। শ্বেতা শারদা এবার ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

57

ডিজাইনার নিকিতা মহিলসালকার দ্বারা প্রস্তুত করা একটি ঝকঝকে গাউনে রবিবার সন্ধ্যার মঞ্চে ২২ বছর বয়সি শ্বেতাই হয়ে উঠেছিলেন সবচেয়ে নজরকাড়া তন্বী। 

67

ডিআইডি (Dance India Dance), ডান্স দিওয়ানে এবং ডান্স+ (Dance Plus) এর মতো বেশ কয়েকটি রিয়েলিটি শো-তে নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন শ্বেতা। কোরিওগ্রাফার হিসেবে তিনি ঝলক দিখলা জা-তেও অংশ নিয়েছিলেন।

77

ইনস্টাগ্রামে প্রায় সাড়ে ৪ লক্ষেরও বেশি ফলোয়ার সহ, শ্বেতা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় দারুণ আকর্ষণীয়। সম্প্রতি গায়ক জুবিন নৌটিয়াল এবং তুলসী কুমারের গাওয়া ‘মাস্ত আঁখে’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তিনি। বলিউড অভিনেতা শান্তনু মহেশ্বরীর সাথেও অভিনয় করেছেন শ্বেতা শারদা।

আরও পড়ুন- 
Jolly LLB 3: আবার একসাথে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি, আসছে জলি এলএলবি-র তৃতীয় সিক্যুয়েল
Tollywood News: চাঁদে জমি কিনলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাঙালি পরিচালক
Bollywood Fashion: ফিউশন পোশাকে বলিউডের ৬ ব্যতিক্রমী সুন্দরী, বিয়েবাড়িতে আপনিও ব্যবহার করতে পারেন এই স্টাইল

click me!

Recommended Stories