অ্যালোভেরা জেল ও শসা দিয়ে প্যাক বানান। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে দিন। অন্য দিকে, অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার মিক্সিতে শসা ও অ্যালোভেরা জেল দিয়ে ব্লেন্ড করে নিন। এই রস ছেঁকে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।