ত্বকে পুষ্টি জোগাতে ব্যবহার করুন শসা দিয়ে তৈরি বিশেষ ফেসপ্যাক, দ্রুত মিলবে উপকার
পুষ্টির অভাবে ত্বক হয়ে যায় নিষ্প্রাণ। ত্বকে পুষ্টি জোগাতে ব্যবহার করুন শসা দিয়ে তৈরি বিশেষ এই ফেসপ্যাক, দ্রুত মিলবে উপকার। রইল ১০টি শসার তৈরি ফেসপ্যাকের হদিশ।
অ্যালোভেরা জেল ও শসা দিয়ে প্যাক বানান। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে দিন। অন্য দিকে, অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। এবার মিক্সিতে শসা ও অ্যালোভেরা জেল দিয়ে ব্লেন্ড করে নিন। এই রস ছেঁকে নিন। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
বেসন ও শসা দিয়ে প্যাক বানাতে পারেন। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে দিন। ব্লেন্ড করে নিন। সেই রস আলাদা করুন। একটি পাত্রে বেসন নিয়ে তার সঙ্গে মেশান শসার রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
গাজর ও শসা দিয়ে প্যাক বানাতে পারেন। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। একই ভাবে গাজর টুকরো করে কেটে নিন। এবার মিক্সিতে দিন শসা ও গাজর। ব্লেন্ড করে নিন। তা ছেঁকে নিন। রসটা তুলোয় করে সারা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
দই ও শসা দিয়ে প্যাক বানাতে পারেন। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে দিন। ব্লেন্ড করে রস আলাদা করুন। এর সঙ্গে মেশান দই। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
হলুদ ও শসা দিয়ে প্যাক বানান। প্রথমে হলুদ বেটে নিন। এবার শসা খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। মিক্সিতে ব্লেন্ড করে রস আলাদা করুন। হলুদের সঙ্গে মেশান শসার রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন।
আলু ও শসা দিয়ে প্যাক বানাতে পারেন। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। একই ভাবে আলু টুকরো করে কেটে নিন। এবার মিক্সিতে দিন শসা ও আলু। ব্লেন্ড করে নিন। তা ছেঁকে নিন। রসটা তুলোয় করে সারা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
তরমুজ ও শসা দিয়ে প্যাক বানাতে পারেন। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। একই ভাবে তরমুজ টুকরো করে কেটে নিন। এবার মিক্সিতে দিন শসা ও তরমুজ। ব্লেন্ড করে নিন। তা ছেঁকে নিন। রসটা তুলোয় করে সারা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
মধু ও শসা দিয়ে প্যাক বানাতে পারেন। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে দিন শসা। ব্লেন্ড করে নিন। তা ছেঁকে নিন। রস আলাদা করুন। তার সঙ্গে মেশান মধু। তুলোয় করে সারা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
দুধ ও শসা দিয়ে প্যাক বানাতে পারেন। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে দিন। ব্লেন্ড করে রস আলাদা করুন। এর সঙ্গে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।
পেঁপে ও শসা দিয়ে প্যাক বানাতে পারেন। শসা প্রথমে খোসা ছাড়িয়ে নিন। তা কেটে টুকরো করে নিন। একই ভাবে পেঁপে টুকরো করে কেটে নিন। এবার মিক্সিতে দিন শসা ও পেঁপে। ব্লেন্ড করে নিন। তা ছেঁকে নিন। রসটা তুলোয় করে সারা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।