রুপোর গয়না কালচে দাগ পড়ে নষ্ট হতে বসেছে? রইল ঝকঝকে করার কয়েকটি সহজ উপায়

Published : Sep 14, 2025, 08:15 PM IST
Silver Jewellery

সংক্ষিপ্ত

রুপো চটজলদি বাড়িতেই পরিষ্কার করে নিতে পারবেন। দোকানের ভরসায় আর থাকতে হবে না। বহু দিনের পড়ে থাকা রুপোর জিনিসে কালচে দাগ পড়ে। সেই দাগ কিভাবে পরিষ্কার করবেন রইল তার কয়েকটি ঘরোয়া পদ্ধতি।

রুপোর গয়নার কদর বেশ বেড়েছে বর্তমানে। শাড়ি বা যে কোনও ট্র্যাডিশনাল পোশাকের সঙ্গে হালকা কিংবা জাঙ্ক রুপোর গয়না কিন্তু এখন ট্রেন্ডিং। এছাড়াও সারা বছর টুকটাক নেমন্তন্ন তো লেগেই থাকে। তাছাড়া পুজোর আগে অনেকেই আলমারি থেকে পুরনো রুপোর গয়না বার করে পরার পরিকল্পনা করেন।

আবার অনেক সময় অনুষ্ঠান বাড়িতে তো আর সবসময় সোনা বা হিরের গয়না পরে যাওয়া সম্ভব নয়। তখন কাজে দেয় রুপোর গয়না। অনেকে আবার বাড়ির কোনও শুভ অনুষ্ঠানে রুপোর ছোট বাসন ব্যবহার করেন। সে গৃহপ্রবেশ, অন্নপ্রাশন হোক বা ধনতেরাস। কিন্তু বার করার পর যদি দেখতে পান যে কালচে দাগ পড়েছে তাহলে সে ক্ষেত্রে সকলেরই মনটা খারাপ হয়ে যায়। তবে চিন্তার কোন কারণ নেই রুপো চটজলদি বাড়িতেই পরিষ্কার করে নিতে পারবেন। দোকানের ভরসায় আর থাকতে হবে না। কিন্তু দীর্ঘদিন ব্যবহৃত না হলে বা নিয়মিত যত্ন না নিলে রুপোর গয়না সহজেই কালচে হয়ে যায়। তার ঝকঝকে সৌন্দর্য ম্লান হয়ে পড়ে। তাহলে আসুন দেখা যাক কয়েকটি সহজ ঘরোয়া উপায়ে অল্প সময়ে এই কালচে দাগ তুলে আবার গয়নাকে আগের মতো উজ্জ্বল করে তোলা সম্ভব।

১.বেকিং সোডা ও গরম জল: একটি বাটিতে অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে নিন। তার উপরে গয়না রাখুন। আধ চামচ বেকিং সোডা ও নুন ছড়িয়ে গরম জল ঢেলে দিন। কয়েক মিনিট রেখে ঘষে ধুয়ে ফেলুন।

২.টুথপেস্ট: সামান্য টুথপেস্ট নরম কাপড়ে লাগিয়ে হালকা করে গয়না ঘষুন। তার পরে পরিষ্কার জলে ধুয়ে শুকিয়ে নিন।

৩.লেবু ও নুন: একটি লেবুর রসের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন। নরম ব্রাশ বা কাপড় দিয়ে গয়নার কালো অংশ ঘষুন। পরে জল দিয়ে ধুয়ে নিন।

৪.সাবান জল: হালকা গরম জলে সাবান মিশিয়ে নিন। তাতে গয়না ডুবিয়ে রেখে নরম ব্রাশ দিয়ে আলতো করে পরিষ্কার করুন।

পরিষ্কার করার পরে অবশ্যই নরম শুকনো কাপড়ে মুছে নিতে হবে। গয়না শুকনো অবস্থায় এয়ারটাইট বক্স বা জিপলক পাউচে রাখুন। ঘাম বা সুগন্ধী লাগলে সঙ্গে সঙ্গেই মুছে নিন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরে নতুন ট্রেন্ড, ওয়েস্টার্ন ছেড়ে স্যুটে দেখান সোয়াগ
শীতে রুক্ষ ত্বক থেকে বাঁচতে তেলই ভরসা, তাহলে স্নানের আগে বা পরে কখন মাখবেন জানুন