ত্বকের বলিরেখা-ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার করুন ওটসের ফেস মাস্ক, রইল সহজ টিপস

Published : Nov 27, 2025, 06:51 AM IST

Skin Care With Oats: ত্বকের বলিরেখা দূর করা থেকে ব্রণের দাগছোপ কমানো। নানাগুণে ভরপুর ওটস। রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন ওটস? রইল সহজ টিপস। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…. 

PREV
15
রূপচর্চায় ওটস

ওটসের যেমন স্বাস্থ্য উপকারিতা রয়েছে তেমনই রূপচর্চায় ওটস দারুণ উপকারি। ত্বকের বলিরেখা এবং ব্রণের সমস্যা দূর করতে ওটসের ফেস প্যাক ব্যবহার করা ভালো। মুখের বলিরেখা  দূর করতে এবং কোলাজেন কমাতে সাহায্য করে এই ওটস। 

25
ওটস দই

রূপচর্চায় ওটসের ফেস প্যাক বানাতে দুই  চামচ ওটস, এক চামচ দই ও এক চামচ মধু মিশিয়ে মুখে লাগান। এরপর ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।  দেখবেন ভিতর ত্বকের জেল্লা দেবে। 

35
ওটস অলিভ ওয়েল

দুই চামচ ওটসের সঙ্গে এক চামচ মধু এবং অলিভ অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে তারপর মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুই দিন এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। ফল পাবেন নিমেষে। 

45
ওটস-হলুদ

ত্বকের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে আনতে হলুদের অবদান অসামান্য। আর এই হলুদের সঙ্গে যদি একটু ওটস যোগ করেন তাহলে ফলাফল হবে আরও ভালো। এর জন্য দুই চামচ ওটসের সঙ্গে আধা চামচ হলুদ মিশিয়ে তার সঙ্গে জল দিয়ে সেই মিশ্রণ মুখে লাগিয়ে মিনিট ১৫ পর মুখ ধুয়ে ফেলুন। উপকার পাবেন। 

55
ওটস-পেঁপে

মুখের ত্বককে প্রাণবন্ত রাখতে পাকা পেঁপের পাল্পের সঙ্গে ওটস মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করুন। এর সঙ্গে এবার ১ চামচ বাদাম তেল মিশিয়ে তা মুখে লাগান। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন ঠান্ডা জল দিয়ে। এই ভাবে বেশ কিছুদিন ব্যবহার করলে উপকার মিলবে। 

Read more Photos on
click me!

Recommended Stories