
অগ্রহায়ণে অনেকেই বসছেন বিয়ের পিঁড়িতে। হবু কনেদের বাড়িতে এখন চলছে প্রস্তুতি। এখন প্রস্তুতিতে শুধুই পারিপার্শ্বিক কাজ থাকে এমন নয়, পাশাপাশি আরও অনেক কাজই থাকে। এছাড়া কনের জন্যে শেষ মুহূর্তের কিছু কাজও থাকে। যেমন ত্বকের যত্ন ও চুলের দেখভাল করতেও হয়।
যাতে বিয়ের সময় তাঁর জেল্লা হয় দেখার মতো। হবু কনের ত্বক এতটাই জেল্লাদার হয় যেন তাঁর দিক থেকে কেউ চোখ ফেরাতে না পারেন। এই আকাঙ্খা সব মেয়ের মনেই থাকে। তাঁর বিশেষ দিনে তাঁকে যেন অপূর্ব দেখতে লাগে।
এই জন্য পার্লরে বেশ কিছু টাকাও খরচ করেন। তবে পার্লরে টাকা খরচ না করে বাড়িতেও যদি ত্বকের যত্ন নেওয়া যায়, তবে ভরপুুর জেল্লা পেতে খুব বেশি সময় লাগবে না। ঘরোয়া ফেসপ্যাকেও উপকার পাবেন। এখন জেনে নিন এরকম কয়েকটি ফেসপ্যাকের সন্ধান, যার সাহায্যে আপনি ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরে পেতে পারেন।
আপনি সরাসরি মুখে দুধের সর লাগাতে পারেন। স্নান করতে যাওয়ার অন্তত ১৫ মিনিট আগে দুধের সর গালে ও মুখের অন্যান্য স্থানে লাগিয়ে নিন। তারপর মুখ ধুয়ে ফেলুন। নাহলে এভাবেও ব্যবহার করতে পারেন আপনার ফেসপ্যাক…
আপনার প্রয়োজন ২টেবিলচামচ বেসন, ১ টেবিলচামচ দুধের সর এবং ১ টেবিল চামচ হলুদ।
পাত্রে সমস্ত উপকরণ মিশিয়ে দিন। একটি ঘন পেস্ট তৈরি হবে। সেই মিশ্রণ মুখে ভালো করে লাগিয়ে নিন। ঘাড়ে ও গলাতেও লাগাতে পারেন। ১০-১৫মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা জেল ত্বকের জন্য বেশ উপকারী, এই কথা প্রায় সবাই জানেন। ত্বকের ক্ষত সারিয়ে তোলে। আর্দ্রতা ধরে রাখে। এছাড়াও মুখের জেল্লা ফেরাতে খুব বেশি সময় নেয় না।
অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিতে পারেন। কিংবা বাজারচলতি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। পাত্রে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন ভিটামিন ই।
ভিটামিন ই ক্যাপসুল থেকে ওর একসট্র্যাক্ট বের করে নিন। সেই উপাদান অ্যালোভেরা জেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। গোলাপ জল মেশাতে পারেন সামান্য। একটি ঘন মিশ্রণ তৈরি হবে। সেটি ভালো করে আপনার মুখে লাগিয়ে নিন। অবশিষ্ট অংশ মুখে,ঘাড়ে ও গলায় লাগিয়ে নিন। ১০ মিনিট অপেক্ষা করে মুখ মুছে নিন ভেজা রুমাল দিয়ে।
একটি পরিষ্কার পাত্রে প্রথমে ২ চামচ আটা নিন। এরপর তাতে ২ চামচ আলুর রস যোগ করুন। আলুর রসে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট রয়েছে, যা ত্বক থেকে সব ধরনের ট্যান, কালো দাগছোপ এবং পিগমেন্টেশন দূর করতে অসাধারণ কাজ করে। সবশেষে এই মিশ্রণটিতে ১ চামচ কাঁচা দুধ মেশান। দুধে থাকা ল্যাক্টিক অ্যাসিড প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এবং ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। সমস্ত উপাদান ভালভাবে মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন।