শীতের সময় চুলের যত্ন নিতে কী করবেন তা অধিকাংশ ঠিক করে উঠতে পারেন না। আজ রইল বিশেষ টিপস। চুলের যত্ন নিতে শীতে হাতিয়ার করুন রোজমেরি অয়েল। চুলের জন্য বেশ উপকারী এই তেল। জেনে নিন কোন উপায় এই রোজমেরি অয়েল ব্যবহারে মিলবে উপকার।
রোজমেরি অয়েল ও নারকেল তেল
চুল ভালো রাখতে চাই একটি পাত্রে নারকেল তেল নিন। তাতে ৪ থেকে ৫ ড্রপ রোজমেরি অয়েল নিন। তা স্ক্যাল্পে লাগিয়ে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
শ্যাম্পু ও রোজমেরি অয়েল
শ্যাম্পুর সঙ্গে রোজমেরি অয়েল মিশিয়ে লাগাতে পারেন। আপনার শ্যাম্পুর বোতলে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল দিন। এবার তা দিয়ে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার।
রোজমেরি অয়েল ও কন্ডিশনার
শ্যাম্পুর মতো কন্ডিশনারেও এই তেল ব্যবহার করতে পারেন। আপনার ব্যবহৃত যে কোনও কোম্পনির কন্ডিশনারের বোতলে ৪ থেকে ৫ ফোঁটা রোজমেরি অয়েল দিন। এবার তা ব্যবহারে মিলবে উপকার। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে করতে পারেন।
রোজমেরি অয়েল, আমন্ড অয়েল ও সেসমি অয়েল
হেয়ার ম্যাসাজের গুণে মিলবে উপকার। একটি পাত্রে সম পরিমাণ রোজমেরি অয়েল, আমন্ড অয়েল ও সেসমি অয়েল নিন। তা দিয়ে ম্যাসাজ করুন। নির্দিষ্ট সময় পর শ্যাম্পু করে নিলে মিলবে উপকার।
এবার থেকে মেনে চলুন এই সকল টিপস। শীতের মরশুমে এই কয় উপায় ব্যবহার করুন রোজমেরি অয়েল, মিলবে উপকার, ঘন হবে চুল।