Beauty Tips: মাত্র এক রাতেই ফিরবে জেল্লা! জানুন এই ৫ শিট মাস্কের জাদু

Published : Jul 18, 2025, 08:11 PM IST
beauty tips

সংক্ষিপ্ত

সময়ের অভাবে ফেশিয়াল না করতে পারার সমস্যায় ভুগছেন? চটজলদি ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে শিট মাস্কই হতে পারে আপনার প্রিয় বন্ধু।

সময়ের অভাবে ফেশিয়াল না করতে পারার সমস্যায় ভুগছেন? অথচ চোখের নিচে ক্লান্তির ছাপ, মুখে রুক্ষভাব জেল্লা কেড়ে নিয়েছে। চটজলদি ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনতে শিট মাস্ক হয়ে উঠতে পারে আপনার সবচেয়ে সহজ, দ্রুত ও কার্যকর বন্ধু। এই পাতলা, সিরাম-ভেজা কাপড়ের মতো ফেস মাস্কগুলি রাতে ঘুমনোর আগে কয়েক মিনিট ব্যবহারেই ত্বকে ফিরিয়ে আনতে পারে চমৎকার জেল্লা, মসৃণতা ও আর্দ্রতা।

কীভাবে ব্যবহার করবেন?

রাতে ঘুমনোর আগে শিট মাস্ক ব্যবহার করা সবচেয়ে ভালো। এতে সারা রাতে ত্বকের পুনর্গঠন প্রক্রিয়া আরও ভালো করে কাজ করবে। শিট মাস্ক ব্যবহার করার আগে মুখ পরিষ্কার করে শিটটি চোখ, নাক, ঠোঁটের খাপ বুঝে জায়গায় মতো বসিয়ে দিতে হবে। চোখ বন্ধ করে বিশ্রাম নিন, চাইলে গান শুনে মন রিল্যাক্সও করতে পারেন। এবার শোয়ার আগে শিট মাস্কটি তুলে নিয়ে এতে থাকা তরলটি হালকা মাসাজ করে ত্বকে মিশিয়ে দিলেই হবে।

শিট মাস্ক-এর উপকারিতা

সালোঁয় যাওয়ার বা সময় নিয়ে ফেশিয়ালের সুযোগ না থাকলে শিট মাস্ক অত্যন্ত কাজের।

* ত্বককে ভিতর থেকে আর্দ্র রাখতে সাহায্য করে শিট মাস্ক।

* এতে থাকা ভিটামিন, অ্যান্টি-অক্সিড্যান্ট সমৃদ্ধ তরল ত্বককে পুষ্টি জোগায়।

* ত্বকের কালচে ভাব দূর করে, বলিরেখা কমাতে সাহায্য করে।

* দ্রুত ত্বকে জেল্লা ফেরাতে সাহায্য করে।

সফরের সময় কোন ধরনের শিট মাস্ক সঙ্গে রাখবেন?

১। রেটিনল শিট মাস্ক

ভিটামিন এ থেকে প্রাপ্ত রেটিনল বয়সের ছাপ ও বলিরেখা কমায়, ত্বকের খোলা রন্ধ্র সঙ্কুচিত করে, কোষ পুনর্গঠনে সাহায্য করে। রাতের বেলা এর ব্যবহারেই বেশি উপকারী।

২। ভিটামিন সি শিট মাস্ক

ভিটামিন সি ত্বকের গুরুত্বপূর্ণ প্রোটিন কোলাজেন উৎপাদন বাড়িয়ে ত্বকের কুঁচকে যাওয়া রোধ করে, ত্বক উজ্জ্বল করে, কালচে ভাব ও পিগমেন্টেশন কমায়, ত্বককে আর্দ্র রাখগতেও সাহায্য করে। তবে এটি রাতে ব্যবহার করাই নিরাপদ, দিনে ব্যবহার করে তার পর রোদে বেরোলে ত্বক কালচে হয়ে যেতে পারে।

৩। গোল্ডেন শিট মাস্ক

গোল্ডেন শিট মাস্ক পার্লারে করা ফেশিয়ালের মতোই গ্লো দেয়। বিশেষ দিন বা অনুষ্ঠানের আগে তাৎক্ষণিক জেল্লা পেতে বেস্ট এটাই। ত্বক টানটান ও মসৃণ করে

৪। নায়াসিনামাইড শিট মাস্ক

মুখের ত্বকের বর্ণ অসমান হলে নায়াসিনামাইড শিট মাস্ক ভাল। ত্বকের দাগ-ছোপ কমিয়ে স্কিন টোন ইভেন করে এটি। অফিস মিটিং বা পার্টিতে যাওয়ার আগে ব্যবহার করতে পারেন।

৫। হায়ালুরোনিক অ্যাসিড শিট মাস্ক

হায়ালুরোনিক অ্যাসিড ত্বকে গভীর আর্দ্রতা জোগায়, কোনোরকম অতিরিক্ত তৈলক্তভাব ছাড়াই। এই উপাদানটি ত্বকের প্রদাহ ও জ্বালাভাব কমায়, রুক্ষতা দূর করে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

দুটো গাল ভরে যাচ্ছে ব্রণে? এর সম্ভাব্য কারণ হচ্ছে আপনার ফোন! জানুন আসল কারণ
Fashion Tips: সৌন্দর্যের শর্টকাটে বিপদ? ভুল ফিলারে বিকৃত হচ্ছে মুখ, ঝুঁকি দৃষ্টিশক্তিতেও